নয়াদিল্লি: অরুণাচল সীমান্তে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে ফের সরব চিন। ভারত শান্তি এবং সুস্থিতির উল্টো পথে হাঁটবে না বলে আশা প্রকাশ করেছে চিন। দিন কয়েক আগেই চিনা সেনাবাহিনীর মুখপত্রে অরুণাচলে ভারতের অ্যাডভান্সড ক্রুজ মিসাইলস মোতায়েনের সমালোচনা করা হয়েছিল। বলা হয়েছিল, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের এই রাজ্যে ব্রহ্মস ক্ষেপনাস্ত্র মোতায়েন আত্মরক্ষার জন্য প্রয়োজনীয়তাকে ছাপিয়ে গিয়েছে। এ বার চিনের প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র উ কিয়ান বললেন, ‘আমাদের আশা, সীমান্তে এবং গোটা অঞ্চলে শান্তি এবং সুস্থিতির বিপরীতে কাজ না করে বরং শান্তি ও সুস্থিতির স্বার্থে ভারত আরও অনেক কিছু করতে পারে।’
ভারতের কোনও সামরিক পদক্ষেপ নিয়েই চিন এত উদ্বেগ আগে কখনও দেখায়নি। কিন্তু অরুণাচল প্রদেশে নিয়ন্ত্রণ রেখা (লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল) বরাবর ভারত সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস মোতায়েন করতে শুরু করায় চিনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
ভারতীয় সেনাবাহিনীর তরফে অবশ্য সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত দেশের কোন অংশে সামরিক পরিকাঠামো কী ভাবে তৈরি করবে, তা অন্য কোনও দেশের উদ্বেগের কারণ হওয়া উচিত নয়।
উল্লেখ্য, আগামী মাসে জি-২০ সম্মেলনে যোগ দিতে চিনে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই সফরে চিনের প্রধানমন্ত্রী জি জিনপিংয়ের সঙ্গে বৈঠক হবে মোদীর।
অরুণাচলে ভারতের ব্রহ্মস ক্ষেপনাস্ত্র মোতায়েন নিয়ে ফের সরব চিন
ABP Ananda, web desk
Updated at:
26 Aug 2016 02:30 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -