কাবুল: রাজনৈতিক অনুষ্ঠান তখন মধ্যপথে। রয়েছেন বহু গুরুত্বপূর্ণ অভ্যাগত, নানা দেশের কূটনীতিক। তখনই ভেতরে ছুটে এল এক সন্দেহভাজন। দেখেই লেফটেন্যান্ট সৈয়দ বাসাম পাশা বুঝে যান, এ মানব বোমা। উপায়ান্তর না দেখে তাকে জড়িয়ে ধরেন তিনি, আর তারপরেই বিস্ফোরণ।
কাবুলে এভাবেই নিজের কর্তব্যপালন করতে গিয়ে মর্মান্তিকভাবে শহিদ হলেন এক তরুণ পুলিশকর্মী। ভিড়ের দিকে ওই ছুটে আসা আত্মঘাতী বোমারুকে থামাতে তাকে জড়িয়ে ধরেন তিনি। ভেবেছিলেন, তার শরীরে জড়িয়ে থাকা বিস্ফোরক তিনি নিষ্ক্রিয় করে দিতে পারবেন। কিন্তু তাকে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে যায়। বোমারু তো বটেই, প্রাণ হারান বাসাম পাশাও। তবে নিজের প্রাণের বিনিময়ে বহু মানুষকে বাঁচিয়ে গেলেন তিনি।
এই হামলায় পাশা সহ ৭ পুলিশ অফিসার ও ৬ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের দায় স্বীকার করেছে আইএসআইএস।
মানব বোমাকে জড়িয়ে ধরে ছিন্নভিন্ন হয়ে গেলেন আফগান এই পুলিশ কর্মী, বাঁচালেন বহু মানুষের প্রাণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Nov 2017 03:28 PM (IST)
(ফাইল চিত্র)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -