লন্ডন: ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে থাকবে কি না, তা নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এখনও পর্যন্ত ৩৮২টির মধ্যে ৫১টির ফল ঘোষণা হয়েছে। জোটে থাকার পক্ষে ভোট পড়েছে ১৮ লক্ষ ৮ হাজার ১৩৯। আর ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট পড়েছে ১৭ লক্ষ ৫৫ হাজার ৩৫২। গতকাল গণভোটে অংশ নেন প্রায় ৫ কোটি ব্রিটেনবাসী। আজ বেলা সাড়ে ১১টা নাগাদ জানা যাবে ফল। ইউরোপীয় ইউনিয়নে থাকা-না থাকা নিয়ে কী রায় দেন ব্রিটেনবাসী তা জানতে আগ্রহী গোটা বিশ্ব।