জিয়ামেন: করফাঁকি রোখার জন্য পারস্পরিক তথ্য বিনিময়ের বিষয়ে সম্মত হল ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি। উন্নয়নশীল দেশগুলিকে প্রযুক্তিগত সাহায্য করার কথাও বলেছে ভারত, চিন, রাশিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা। এই পাঁচটি দেশ ন্যায্য ও আধুনিক আন্তর্জাতিক কর ব্যবস্থা চালু করার লক্ষ্যে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে।

আজ ব্রিকস সম্মেলনের ঘোষণাপত্রে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক কর ব্যবস্থা চালু করা এবং সংশ্লিষ্ট দেশগুলির বিচারে গুরুত্ব অনুযায়ী অন্যান্য উন্নয়নশীল দেশগুলিকে কার্যকরী ও স্থায়ী প্রযুক্তিগত সহায়তা দেওয়ার জন্য করের বিষয়ে ব্রিকস-এর সহযোগিতা বাড়ানো হবে।’ নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এবং কনটিনজেন্ট রিজার্ভ অ্যারেঞ্জমেন্টের জন্য সন্তোষ প্রকাশ করেছেন ব্রিকস গোষ্টীভুক্ত দেশগুলির প্রতিনিধিরা। তাঁরা আন্তর্জাতিক আর্থিক তহবিল সংস্থার বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আর্থিক উন্নতির জন্য যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর কথাও বলেছেন। বিশ্বব্যাঙ্ক শেয়ার নিয়ে যে পর্যালোচনার কথা বলেছে, সেটা কার্যকর করার জন্যও কাজ করার কথা বলেছে ব্রিকস। সারা বিশ্বের মানুষ যাতে বিশ্বায়নের সুযোগ পান, সেটা নিশ্চিত করার জন্য মুক্ত অর্থনীতির উপরেও জোর দেওয়া হয়েছে এই সম্মেলনে।