গতকালের পরীক্ষার মাধ্যমে পিয়ং ইয়ং ফের বুঝিয়ে দিয়েছে, তারা আমেরিকার যে কোনও জায়গায় হামলা চালাতে সক্ষম। ট্রাম্প জানুয়ারিতে হোয়াইট হাউসে আসার পর এটাই তাদের প্রথম পরমাণু পরীক্ষা। ট্রাম্প এর আগে একের পর এক টুইটে বলেছেন, উত্তর কোরিয়াকে তোষণের চেষ্টা অর্থহীন কারণ তারা শুধু একটা জিনিসই বোঝে। এর বেশি কিছু বলেননি তিনি। তবে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে।
উত্তর কোরিয়ার ফাটানো বোমার শক্তি ঠিক কতটা ছিল, তা এখনও মাপা যায়নি। তবে প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, এর আগে পিয়ং ইয়ং যে পাঁচটা পরমাণু পরীক্ষা করে সেগুলোর থেকে গতকালের বিস্ফোরণে যে কৃত্রিমভাবে ভূমিকম্প হয়, তার শক্তি অন্তত ৫-৬ গুণ বেশি ছিল। চিন ও রাশিয়ার বহুতলেও এর ফলে কাঁপন ধরে বলে খবর।
গত মাসে মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়ারে হুঁশিয়ারি দেন, যে পিয়ং ইয়ং কোনওরকম কাণ্ডজ্ঞানহীন কাজ করলে তার জবাব দিতে মার্কিন সেনা সম্পূর্ণ তৈরি। যদি তারা আমেরিকাকে হুমকি দিতে থাকে, তবে ওয়াশিংটন তাদের ছাড়বে না।