জিয়ামেন: সৌহার্দ্যের বাতাবরণে শুরু হল ব্রিকস সম্মেলন। ৫ দেশের সম্মেলনের আনুষ্ঠানিক সূচনার আগে ব্রাজিল, রাশিয়া, দক্ষিণ আফ্রিকার নেতাদের স্বাগত জানান চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। গ্রুপ ফটো তোলেন পাঁচ নেতা। সাম্প্রতিক ডোকলাম সমস্যার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানিয়ে তাঁর সঙ্গে হাত মেলান জিনপিং।
দু মাসের অনড় অবস্থান ছেড়ে গত ২৮ আগস্ট নয়াদিল্লি ও বেজিং, দু পক্ষই দ্রুত ডোকলাম থেকে সেনা সরানোর ব্যাপারে একমত হয়। আজকের মোদী, জিনপিং-এর উষ্ণ করমর্দন পরিস্থিতি কি আরও স্বাভাবিক হওয়ার প্রথম ধাপ হতে চলেছে? প্রসঙ্গত, আগামীকাল দুই নেতার বৈঠক হওয়ার কথা।
নবম ব্রিকস সম্মেলন উপলক্ষ্যে চিনের এই বন্দর শহরের কনভেনশনে মোদী পৌঁছন তিন নম্বরে। তারপর আসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পাঁচ নেতা প্লেনারি অধিবেশনেও যোগ দেবেন। প্রধান প্রধান ক্ষেত্রে সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা বাড়ানোর রাস্তা খুঁজবেন তাঁরা। বিশ্ব অর্থনীতি ও তার সামনের চ্যালেঞ্জ সহ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলি নিয়েও কথা হবে তাঁদের। সব শেষে জিয়ামেন ঘোষণাপত্র গৃহীত হবে।
ব্রিকস সম্মেলনের শুরুতে হাত মেলালেন মোদী-জিনপিং
Web Desk, ABP Ananda
Updated at:
04 Sep 2017 02:03 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -