ঢাকা: ঢাকায় অভিজাত ক্যাফেতে হামলার ঘটনায় জড়িত সন্দেহে এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সহ গ্রেফতার ২।
পুলিশ জানিয়েছে, হাসানত করিম(৪৭) নামে এক বাংলাদেশি-ব্রিটিশ নাগরিক ও তাহমিদ হাসিব(২২)-কে যথাক্রমে বসুন্ধরা এবং গুলসন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ঢাকার এক আদালত। মনে করা হচ্ছে, তাদের সঙ্গে যোগ রয়েছে কোনও জঙ্গিগোষ্ঠীর।
তাহমিদ কানাডার এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার বাবা ব্যবসায়ী। তার পরিবারের দাবি, ঘটনার আগের দিনই দেশে এসেছিল সে। বন্ধুদের সঙ্গে ওই রেস্তোরাঁয় বেড়াতে যায়। তার সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগ নেই। আর হাসানত নর্থ সাউথ ইউনিভর্সিটির প্রাক্তন শিক্ষক। জানা গিয়েছে, ছাত্রদের মধ্যে মৌলবাদী চিন্তাভাবনা ছড়িয়ে দেওয়ার অভিযোগে ২০১২ সালে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে হাসানতের পরিবার। তাদের দাবি, মেয়ের জন্মদিন উপলক্ষ্যে তারা সপরিবারে ক্যাফেতে নৈশভোজে গিয়েছিল।
জানা গিয়েছে, ১ জুলাই ঢাকার অভিজাত ক্যাফেতে হামলার সময় তারা সেখানে ছিল। ওই হামলায় মৃত্যু হয় ২২ জনের। তাঁদের মধ্যে ছিল এক ভারতীয় তরুণীও। ঘটনার পর আইএস দায় স্বীকার করলেও তা মানতে নারাজ বাংলাদেশ সরকার। তাদের দাবি, এই ঘটনায় সরাসরি যোগ রয়েছে জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ-এর।
ঢাকায় ক্যাফেতে হামলা: গ্রেফতার ব্রিটিশ নাগরিক সহ ২
Web Desk, ABP Ananda
Updated at:
04 Aug 2016 04:46 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -