কুয়ালালামপুর: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ভারতীয় সংস্কৃতি কেন্দ্রে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ব্রোঞ্জের মূর্তির উদ্বোধন হল। এই অনুষ্ঠানে হাজির ছিলেন আজাদ হিন্দ ফৌজের তিন মহিলা সেনানী সহ ৯ জন সদস্য।
গত বছর মালয়েশিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সংস্কৃতি কেন্দ্রের নাম বদলে নেতাজি সুভাষ চন্দ্র বসু ভারতীয় সংস্কৃতি কেন্দ্র করার কথা ঘোষণা করেন। এদিন সেই ঘোষণা অনুসারেই নেতাজির মূর্তির উদ্বোধন হল। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস-এর উদ্যোগে এই মূর্তি তৈরি করেছেন শিল্পী রাম সুতার। ।
এই অনুষ্ঠানে আজাদ হিন্দ ফৌজের ৯ সদস্যকেই স্মারক দিয়ে সংবর্ধিত করেন ভারতীয় হাই কমিশনার টি এস ত্রিমূর্তি। ঝাঁসির রানি বাহিনীর (আজাদ হিন্দ ফৌজের মহিলা বিভাগ) সদস্যা ৯০ বছর বয়সি মিনাচি পেরুমল বাংলা ও তামিল ভাষায় আজাদ হিন্দ ফৌজের গান শোনান। সেখানে হাজির থাকা প্রত্যেকেই সেই গান শুনে আবেগতাড়িত হয়ে পড়েন।
ঝাঁসির রানি বাহিনীর অপর এক সদস্যা রসম্মা ভূপালন এবং আজাদ হিন্দ ফৌজের সদস্য ড. কে আর সোমসুন্দরম বক্তব্য পেশ করেন। এছাড়া ড. এল কৃষ্ণণ এবং জানকি বাই ফতেহ সিংহর ভিডিও বার্তা দেখানো হয়।
নেতাজি মালয়েশিয়ায় ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ সাফল্য পেয়েছিলেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে ভারতীয় বংশোদ্ভুতরা দলে দলে আজাদ হিন্দ ফৌজে যোগ দিয়েছিলেন। মালয়েশিয়ার সবচেয়ে বিখ্যাত নেতাজি অনুগামী ছিলেন ক্যাপ্টেন জানকি অথি নাহাপ্পান। তিনি ঝাঁসির রানি বাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ নেত্রী ছিলেন। গত বছর প্রয়াত হয়েছেন তিনি।
মালয়েশিয়ার ভারতীয় সংস্কৃতি কেন্দ্রে নেতাজির ব্রোঞ্জ মূর্তি উদ্বোধন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Jun 2016 11:47 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -