লন্ডন: যৌন উত্তেজনা তৈরির জন্য যে বিশেষ ট্যাবলেটটি সারা বিশ্বে পুরুষদের কাছে জনপ্রিয়, সেই ‘ভায়াগ্রা’-ই না কি হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমিয়ে দেয়। লন্ডনের গবেষকরা অন্তত তেমনই বলছেন।

 

বিজ্ঞানী অ্যান্ড্রু ট্র্যাফোর্ড বলেছেন, ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ডায়াবেটিসে আক্রান্ত ৬,০০০ ব্যক্তির উপর গবেষণা চালিয়েছেন। তাঁরা প্রত্যেককে ভায়াগ্রা দিয়েছিলেন। কিছুদিন পরে দেখা গিয়েছে, ভায়াগ্রা সেবনের পর একজনেরও হৃদযন্ত্রে কোনওরকম সমস্যা হয়নি। ভায়াগ্রা সেবন না করা ডায়াবেটিস আক্রান্তরা বরং হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন।

 

গবেষণার এই ফলে ট্র্যাফোর্ড চমৎকৃত। তিনি বলেছেন, এতদিন যৌন উত্তেজনার অভাব সংক্রান্ত চিকিৎসায় যে ওষুধ দেওয়া হত, সেটাই যে হার্ট ফেল রুখে দিতে পারে, সেটা তাঁরা ভাবতে পারেননি। এখন গবেষকরা দেখতে পাচ্ছেন, নিয়মিত ভায়াগ্রা সেবন করলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনা ক্ষীণ।

 

ট্র্যাফোর্ড ও তাঁর সঙ্গীদের এই গবেষণা পত্রটি একটি জার্নালে প্রকাশিত হবে।