পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম অ্যান্টনিও পার্কিনস (২৮)। তিনি শিকাগোর বাসিন্দা। তাঁর মাথা ও ঘাড়ে গুলি করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। ভিডিও-তে এই ঘটনা স্পষ্ট দেখা যাচ্ছে। সেই সময় রাস্তায় যাঁরা ছিলেন তাঁরা অ্যান্টনিও-র উপর হামলার পর আতঙ্কে চিৎকার করতে করতে পালাচ্ছিলেন।
২০১০ থেকে ফেসবুকে লাইভ স্ট্রিমিং পরিষেবা পাওয়া যাচ্ছে। চলতি বছরেরই মার্চ মাসে শিকাগোয় এই লাইভ স্ট্রিমিংয়ের সময়ই এক যুবককে ১৬ বার গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এবারও একই ঘটনা দেখা গেল। দুটি ক্ষেত্রেই আততায়ীদের গ্রেফতার করা যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকবাজদের হামলার ঘটনা নতুন নয়। প্রায়শই এই ধরনের ঘটনার খবর পাওয়া যায়। শিকাগোতে আবার গুলি করে হত্যার ঘটনা বেশিই হয়। গত বছর ৫০০টি গণহত্যার ঘটনা ঘটেছিল। এ বছরও একের পর এক খুন হচ্ছে।