নিউইয়র্ক: মার্কিন মুলুকেও লিঙ্গবৈষম্য কীভাবে থাবা গেড়ে বসে রয়েছে তারই একটি জ্বলন্ত নুমনা দেখা গেল ম্যানহাটানগামী সাবওয়ে ট্রেনে। এক মহিলা যাত্রী খামোকাই যাচ্ছেতাই গালিগালাজ শুরু করলেন এক রূপান্তরকামী মহিলাকে। শুধু তাই নয়, বিনা প্ররোচনায় সিট ছেড়ে উঠে ওই রুপান্তরকামীকে মারধরও করলেন। কিন্তু সহযাত্রীরা মুখে কুলুপ এঁটে বসে রইলেন। একজনও কেউ প্রতিবাদ করলেন না। গত ২৮ এপ্রিল সাবওয়েতে নিগ্রহের শিকার হলেন পার্ল লাভ নামে ওই রূপান্তরকামী।

পার্ল লাভ/ফেসবুক

প্রথমে পার্ল ওই আগ্রাসী মহিলাকে উপেক্ষা করার চেষ্টা করেন। কিন্তু নাছোড়বান্দা ছিলেন ওই মহিলা। পার্ল বলেছেন, আমি বসেছিলাম, দেখলাম আমার সামনে বসা ওই মহিলা প্রায় পাঁচ মিনিট ধরে অনর্গলভাবে আমার সম্পর্কে যাচ্ছেতাই কথাবার্তা বলছেন।
ওই ঘটনা নিয়ে অবশ্য মাথা ঘামাতে রাজি হননি পার্ল। কিন্তু এক বন্ধুর পরামর্শে তিনি সেদিনের ঘটনার ফুটেজ ফেসবুকে পোস্ট করেন। সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। রুপান্তরকামীদের প্রতিদিন যে হেনস্থার শিকার হতে হয়, তা সবাইকে জানাতেই ওই ভিডিও পোস্ট করেন তিনি।
দেখুন সেই ভিডিও-
Warning: The content of the video may be disturbing for some, viewers discretion is advised


ভিডিও সৌজন্যে-পার্ল লাভ/ইউটিউব