নয়াদিল্লি:  ভারতের ৬৮ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিশ্বের সবচেয়ে লম্বা বহুতল দুবাইয়ের বুর্জ খালিফা সেজে উঠল ভারতের পতাকার তেরঙ্গা রঙে।





গতকাল রাতে বুর্জ খালিফা তেরঙ্গা রঙের আলোর মালায় সেজে ওঠে। আর সেই ছবি বুর্জ খালিফার তরফেই পোস্ট করা হয় তাঁদের টুইটার হ্যান্ডেলে।






বুর্জ খালিফা সংলগ্ন যে মিউজিকাল ঝর্না আছে, সেটাতে গতকাল সন্ধেবেলা তিনবার জয় হো ও বন্দে মাতরম বেজে ওঠে। আর উল্টো দিকে ভারতের পতাকার রঙে মোড়া ছিল বিশ্বের সবচেয়ে লম্বা এই বহুতলটি।

প্রসঙ্গত, আবু ধাবির যুবরাজ শেখ মহম্মদ বিন জাভেদ আলি নহিয়ান এইমুহূর্তে ভারত সফরে এসেছেন। তিনিই আজকে ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি।

সেসময়ই ভারতকে সম্মান জানিয়ে বুর্জ খালিফা কর্তৃপক্ষের এই উদ্যোগ সেখানকার এবং সারা দুনিয়ার সমস্ত ভারতীয়র, সংযুক্ত আরব আমিরশাহীর বাসিন্দাদের এবং অন্য দেশের পর্যটকদের থেকে প্রচুর প্রশংসা কুড়িয়েছে।
আজও ফের সন্ধে সাড়ে ৬টা, সন্ধে সাড়ে সাতটা এবং রাত সাড়ে আটটার সময় একই ভাবে তেরঙ্গা পতাকায় সেজে মিউজিক্যাল ফাউন্টেন থেকে জয় হো এবং বন্দেমাতরম শোনা যাবে।

প্রায় ২,৭১৬.৫ ফুট উচ্চতার বুর্জ খালিফা হল বিশ্বের সবচেয়ে লম্বা বহুতল, সবচেয়ে লম্বা ফ্রি স্ট্যান্ডিং স্ট্রাকচার হিসেবে পরিচিত দুনিয়ায়। এছাড়া এখানেই সবচেয়ে বেশি সংখ্যায় ফ্ল্যাট ও সবচেয়ে বেশি সংখ্যায় ফ্লোর আছে। আছে সবচেয়ে বড় দৈর্ঘ্যের আউটডোর অবসার্ভেশন ডেক, সবচেয়ে লম্বা দূরত্ব কভার করা লিফট এবং সবচেয়ে লম্বা সার্ভিস লিফটও আছে এই বুর্জ খালিফাতেই।

দুবাইয়ের এই বহুতলটি আবু ধাবির শাসক এবং সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট খালিফা বিন জায়েদ আল নাহায়েন-এর নামে নামকরণ হয়েছে।