রিয়াধ : সৌন্দর্য প্রতিযোগিতা ঘিরে কেলেঙ্কারি কাণ্ড সৌদি আরবে (Saudi Arabia)। বোটক্স করিয়ে সুন্দরী হওয়ায় প্রতিযোগিতা (Bauty Contest of Camels) থেকে বাদ পড়ল ৪০ উট। তাতে মাথায় হাত উট মালিকদের। কারণ উটের মুখে ছুরি-কাঁচি চালাতে গিয়ে পুরস্কারবাবদ ৫৬ কোটি ডলার জেতার সুযোগ হাতছাড়া হল তাঁদের। আবার জরিমানা এবং শাস্তির মুখেও পড়তে হতে চলেছে। 


বেদুইন সংস্কৃতি থেকে উঠে আসা সৌদি আরবে উটের ভালই কদর। সুন্দরী উটদের নিয়ে তাই প্রতিবছর সেখানে বিশেষ প্রতিযোগিতার আয়োজন হয়, যার নাম কিং আবদুলাজিজ ক্যামেল ফেস্টিভ্যাল। তাতে উট দৌড়, বিক্রিবাটার আয়োজন যেমন থাকে, তেমনই উটদের নিয়ে সৌন্দর্য প্রতিযোগিতারও আয়োজন হয়। কিন্তু মোটা টাকার পুরস্কার জেতার লোভে কৃত্রিম উপায়ে সুন্দরী হয়ে ওঠা উটের ভিড় বাড়ছে বলে বেশ কয়েক বছর ধরেই অভিযোগ উঠছিল।


এ বারে তাই কড়া নজরদারি ছিল সৌদি প্রশাসনের।  ডিসেম্বরের গোড়া থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক উটকে পরীক্ষা করে দেখা হচ্ছিল। তাতেই বোটক্স করিয়ে সুন্দরী হওয়া ৪০টি উটকে শনাক্ত করে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়। অভিযোগ, পুরস্কার জেতার জন্য বোটক্স ইঞ্জেকশনের পাশাপাশি, ফেসলিফ্ট এবং ছুরি-কাঁচির সাহায্যে ওই ৪০ উটের সৌন্দর্য বাড়ানো হয়েছে। শুধু তাই নয়, হরমোন ইঞ্জেকশন দিয়ে তাদের পেশিও ফোলানো হয়েছে বলে অভিযোগ।


এক মাস ধরে সৌদিতে উটদের নিয়ে এই সৌন্দর্য প্রতিযোগিতা চলে। রাজধানী রিয়াধের উত্তর-পূর্বের মরু অঞ্চলে তার জন্য বিরাট আয়োজন হয়। শারীরিক গঠন, পোশাক এবং আদবকায়দার ভিত্তিতে সেরা সুন্দরী উটকে বেছে নেওয়া হয়। কিন্তু সৌদি প্রশাসনের দাবি, এ বার বেশ কিছু উটের ঠোঁট এবং নাক অস্বাভাবিক ঠেকে বিচারকদের। তাতেই প্রবঞ্চনার অভিযোগে ওই ৪০ কৃত্রিম সুন্দরী উটকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়। একই সঙ্গে কড়া পদক্ষেপ করা হচ্ছে উটমালিকদের বিরুদ্ধেও, যাঁরা পুরস্কার জেতার জন্য কৃত্রিম ভাবে উটগুলিকে সুন্দরী করিয়েছেন। মোটা টাকার জরিমানার পাশাপাশি, আগামী বেশ কয়েক বছর প্রতিযোগিতায় অংশ না নিতে পারার শাস্তি দেওয়ার চিন্তাভাবনাও চলছে।