জলন্ধর: ক্রিকেট সূত্রে একে অপরের সঙ্গে বাঁধা, কর্তারপুর সফরে গিয়ে পারিবারিক যোগাযোগের কথা আবিষ্কার করলেন ইমরান খান ও ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। স্বাধীনতার আগে একই দলের হয়ে ক্রিকেট খেলেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কাকা জাহাঙ্গীর খান এবং ক্যাপ্টেন অমরিন্দর সিংহর বাবা মহারাজা যদবিন্দর সিংহ।



শনিবার ভারত থেকে পাকিস্তানের কর্তারপুর সাহিব গুরুদ্বারে গিয়েছিল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ সহ একটি বিশেষ প্রতিনিধি দল। ওই দলে ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহও। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের জন্মদিনের তিন দিন আগে কর্তারপুরের দরজা খুলে দেয় পাকিস্তান। এই বিষয়ে অক্টোবরে একটি চুক্তিও স্বাক্ষর করেছিল ভারত-পাক দুই দেশ। সেই মতো শনিবার ভিসা পাসপোর্ট ছাড়াই পাকিস্তানে যায় ভারতীয় প্রতিনিধি দল। ভারতীয় প্রতিনিধিদের স্বাগত জানাতে জিরো লাইনে আসেন খোদ পাক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর মন্ত্রিসভার মন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। সেখান থেকে বাসে করে কর্তারপুর সাহিব গুরুদ্বারের উদ্দেশে রওনা হন তাঁরা। স্বল্প সময়ের ওই ভ্রমণযাত্রায়ই কথা হয় ইমরান খান এবং অমরিন্দর সিংহর। ছিলেন প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিংহ সিধু, সাংসদ তথা বলি তারকা সানি দেওল।



সূত্রের খবর, ক্রিকেট নিয়ে ইমরানের সঙ্গে কথা শুরু হয় অমরিন্দরের। অতীতে তাঁরা কখনও দেখা না করলেও ইমরানের খেলা যে তাঁর ভাল লাগত তা পাক প্রধানমন্ত্রীকে বলতে কোনও দ্বিধা করেন ক্যাপ্টেন অমরিন্দর। এরপর ইমরানই তাঁদের পারিবারিক যোগসূত্রের কথা আবিষ্কার করেন। ১৯৩৪-৩৫ সালে অবিভক্ত ভারতের পাতিয়ালার হয়ে ক্রিকেট খেলেছেন ইমরানের কাকা জাহাঙ্গীর। সে সময় পাতিয়ালার হয়ে খেলেছেন মহম্মদ নাসির, লালা অমরনাথ, অমর সিংহ, ওয়াজির আলি, আমির আলির মতো ক্রিকেটাররা। আর এই দলের অধিনায়ক ছিলেন অমরিন্দর সিংহর বাবা মহারাজা যদবিন্দর সিংহ।


উল্লেখ্য, কর্তারপুর সফরের উষ্ণতা ছড়িয়ে পড়বে দুই দেশের সৌভ্রাতৃত্বে, আশাবাদী ইমরান এবং অমরিন্দর।