প্যারিস: ফের আতঙ্ক ফিরল প্যারিসে। এবার ফ্রান্সের রাজধানীতে গাড়ি বিস্ফোরণ। খবরে প্রকাশ, সোমবার রাজপথ শঁজেলিজেতে আচমকা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের আগে তা পুলিশের একটি গাড়িকে ধাক্কা মারে। পুলিশ সূত্রের খবর, ঘাতক গাড়িচালকের কাছে অস্ত্র ছিল। তদন্তকারীরা জানান, সম্ভবত উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই কাজ করা হয়েছে। গাড়ির চালক গুরুতর আহত। অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করা হয়। মাত্র দুমাস আগেই এই সড়কেই ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনের তিনদিন আগে এক পুলিশকর্মীকে গুলি করে হত্যা করে আততায়ী। পরে, করিম চেউর্ফি নামে ওই আততায়ীর গাড়ি থেকে আইএস-এর কিছু বই, আগ্নেয়াস্ত্র ও একটি ছুরি বাজেয়াপ্ত করা হয়।