লাহৌর: গত বছরের ৮ জুলাই হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানি নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছিল কাশ্মীর উপত্যকায়। এ বছর এই দিনটি থেকে কাশ্মীরী জনগণের সঙ্গে সংহতি জানিয়ে প্রচার আন্দোলনে নামার কথা ঘোষণা করল লস্কর-ই-তৈবা।

হাফিজ সঈদের সংগঠনের কার্যকরী প্রধান হাফিজ আবদুল রহমান মাক্কি জানিয়েছেন, ১৯ জুলাই পর্যন্ত পাকিস্তানের সর্বত্র বড় জমায়েত, সম্মেলন, সমাবেশ করবে সংগঠন।
সম্পর্কে সঈদের শ্যালক হয় মাক্কি। পাকিস্তানের সন্ত্রাস দমন আইনে ৩০ জানুয়ারি থেকে গৃহবন্দি মুম্বই জঙ্গি হামলার মস্তিষ্ক সঈদ। পাকিস্তানের নিরাপত্তা, শান্তির পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পাক সরকারের নির্দেশে আটক রয়েছেন সঈদ ও তাঁর চার সহযোগী। ফলে সংগঠনের কাজকর্ম দেখভাল করছে সে-ই।

পাকিস্তানে নিষিদ্ধ হওয়ার পরও বারবার নাম ভাঁড়িয়ে কার্যকলাপ চালিয়ে যাচ্ছে লস্কর তথা জামাত।