গুলশন হামলায় অভিযুক্ত জঙ্গি গোষ্ঠীর মাথার মৃত্যু
Web Desk, ABP Ananda | 21 Oct 2016 09:37 PM (IST)
ঢাকা: পুলিশি অভিযানে গত জুলাইয়ে গুলশনের অভিজাত রেস্তোরাঁয় ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় অভিযু্ক্ত মৌলবাদী সংগঠন নয়া-জামাতুল মুজাহিদিন বাংলাদেশের প্রধান আবদুর রহমান নিহত হয়েছে বলে জানাল বাংলাদেশের জঙ্গি দমন বাহিনী। বিডি নিউজ-এর খবর, পুলিশকে দেখে পালানোর চেষ্টা করতে গিয়ে গত ৮ অক্টোবর ঢাকার উপকণ্ঠে আসুলিয়ার একটি ৫ তলা বাড়ি থেকে পড়ে গিয়ে মারা যায় রহমান। সে যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) একটি নতুন গোষ্ঠীর মাথা, সে ব্যাপারে তারা নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে Rapid Action Force। সংস্থার ডিজি জেনারেল বেনজির আহমেদ সাংবাদিকদের বলেন, আমাদের তদন্তে স্পষ্ট হয়েছে যে, সে-ই নয়া-জেএমবি প্রধান। রহমানের পরিবারকে তার দেহের ছবি দেখানোর পর তারাও তার পরিচয় সম্পর্কে নিশ্চিত বলে জানানো হয়েছে সংস্থার এক বিবৃতিতে। রহমান নতুন সংগঠন তৈরির সময় শেখ আবু ইব্রাহিম আল-হানিফ নাম ব্যবহার করে। গত বছরের জুলাইয়ে সে নতুন গোষ্ঠীর আমির পদ নেয় বলে জানিয়েছেন সন্ত্রাস দমন শাখার কর্তারা। তাঁদের দাবি, নয়া-জেএমবির বিরুদ্ধে গত জুলাইয়ের হামলার পর প্রবল অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনী। ফলে তাদের শক্তি কমতে কমতে মাত্র ২১ জনে এসে ঠেকেছে। বাংলাদেশে গত কয়েক মাস ধরে একের পর এক নাশকতা, খুনের দায় নেওয়া ইসলামিক স্টেট (আইএস)-এর প্রতি নয়া-জেএমবি আদর্শগত দিক থেকে অনুগত বলে মনে করা হয়। ফলে রহমানের মৃত্যুতে আইএস ধাক্কা খেল বলে মনে করা হচ্ছে।