Virus Outbreak: চিনের গুয়াংডং প্রদেশে চরম আতঙ্ক ! একসঙ্গে ৭ হাজারেরও বেশি মানুষ মশাবাহিত রোগ চিকনগুনিয়ায় আক্রান্ত হয়ে পড়েছেন। জুলাই মাস থেকেই এই রোগের প্রকোপ চলছে। আর এই সংক্রমণের কারণে চিনের এই প্রদেশে ২০১৯ সালের কোভিড মহামারীর সময়ের মত কনটেনমেন্ট নীতি-নির্দেশিকা জারি করা হয়েছে। গুয়াংডং প্রদেশের ফোশান শহর থেকেই মূলত এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। আর জানা গিয়েছে এই অঞ্চলের আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে গুরুতর অবস্থায়। মশারি খাটিয়ে তাদের নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়েছে। এক সপ্তাহ পরে পরীক্ষা করে চিকনগুনিয়া টেস্টে নেগেটিভ ফলাফল দেখা গেলে তবেই রোগীদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে।

এই ভাইরাস সংক্রামিত হয় মশার মাধ্যমে, এর ফলে শরীরে জ্বর এবং প্রবল গাঁটে ব্যথা দেখা যায়। এমনকী এই ব্যথা কয়েক মাস থেকে এক বছর পর্যন্ত থাকতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে গুয়াংডংয়ের ১২টি আরও শহরে এই রোগের প্রাদুর্ভাব দেখা গিয়েছে। গত সপ্তাহেই নতুন করে ৩ হাজার ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। হংকংয়ে এক ১২ বছর বয়সী ছেলে এই চিকনগুনিয়াতে আক্রান্ত হয় প্রথম, জানা গিয়েছে সে ফোশান থেকে হংকংয়ে এসেছিল।

আধিকারিকরা জানিয়েছেন যে আক্রান্ত ব্যক্তিদের ৯৫ শতাংশের মধ্যেই মৃদু লক্ষণ দেখা যাচ্ছে, এক সপ্তাহের মধ্যে বেশিরভাগ রোগীই সুস্থ হয়ে উঠছেন। এই চিকনগুনিয়া সংক্রমণের প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে চিনে ভ্রমণকারী বা পর্যটকদের অতিরিক্ত সুরক্ষাবলয় বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ মশা নিধন কার্য শুরু করেছে, বদ্ধ জল পরিষ্কার করা, লক্ষণ দেখা দিলে তড়িঘড়ি চিকিৎসা শুরু করার কাজ করছে তারা। এমনকি সরকারের তরফে জানানো হয়েছে এই নীতি-নির্দেশিকা না মানলে ১০ হাজার ইউয়ান পর্যন্ত জরিমানা করা হবে।

ফোশানের হ্রদে, সরোবরে ইতিমধ্যেই মশার লার্ভা-খাদক মাছ ছাড়া হয়েছে অসংখ্য পরিমাণে। এতে মশার জন্মহার বা প্রজনন কমানো যাবে। চিনে এর আগে কোভিডকালীন সময়ে যে সুরক্ষা বলয় বা কন্টেন্টমেন্ট নির্দেশিকা বহাল করা হয়েছিল, সেই একই নিয়ম-নীতি মানা হচ্ছে এবারেও।

কলকাতাতেও কিছুদিন আগেই ভাইরাল ফিভারে আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়ে গিয়েছিল। বেসরকারি হাসপাতালে বেডের টানাটানিও পড়েছিল। এদের মধ্যে অনেকেই ছিলেন H3N2 ভাইরাসে আক্রান্ত। ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসের উপপ্রজাতি এই বিশেষ ভাইরাসটি। এই জ্বরের সময় সংক্রমণ শ্বাসযন্ত্রের নিচের অংশেও ছড়িয়ে পড়েছিল।