খেলনার মধ্যে বোমা! পাকিস্তানে মৃত্যু শিশুর
Web Desk, ABP Ananda | 26 Sep 2016 09:03 PM (IST)
পেশোয়ার: খেলনার মধ্যে লুকনো বোমা ফেটে পাকিস্তানে মৃত্যু হল এক শিশুর। সংবাদসংস্থা সূত্রে খবর, উত্তর-পশ্চিম পাকিস্তানের পেশোয়ারে খেলনা ভেবে ওই শিশু একটি খেলনা কিনে নিয়ে যায়। কিন্তু, ঘুনাক্ষরেও সে টের পায়নি তার মধ্যে লুকনো রয়েছে বোমা! খেলতে গেলে তা আচমকা ফেটে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুর। পুলিশ ঘটনার তদন্ত করছে।