চিনে ১৬ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, গোপনাঙ্গে ক্ষত সারাতে সেলাই
Web Desk, ABP Ananda | 26 Apr 2017 03:16 PM (IST)
বেজিং: এক বর্বর পুরুষের লালসার হাত থেকে রেহাই পেল না ১৬ মাসের শিশুও। তাকে যৌন নির্যাতন করল ৫০ বছর বয়সি এক ব্যক্তি। অত্যাচারের শিকার হওয়া শিশুটি মারাত্মক জখম হয়েছে। তার গোপনাঙ্গে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, যা সারানোর জন্য অস্ত্রোপচার করতে হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। চিনের সরকারি সংবাদমাধ্যম সূত্রে খবর, ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে ঝেজিয়াং প্রদেশের জিকু শহরে। শিশুটির মা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি তাঁর বন্ধু। শিশুটিকে বাড়িতে একা রেখে তিনি কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলেন। তারই সুযোগ নেয় ওই ব্যক্তি। বাড়ি ফিরে ন্যাপি বদল করতে গিয়ে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখে তিনি যৌন নির্যাতনের ঘটনার কথা বুঝতে পারেন। মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।