বেজিং: ডোকলাম নিয়ে কি ফের ভারত-চিন দ্বন্দ্ব তৈরি হতে চলেছে? একটি রিপোর্টে তেমনই ইঙ্গিত মিলেছে। উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, ডোকলামে যে অঞ্চল নিয়ে ভারতের সঙ্গে চিনের সংঘাত তৈরি হয়েছিল, সেই অঞ্চলের কাছেই চিনা সেনাবাহিনী নির্মাণকার্য শুরু করেছে। এ বিষয়ে প্রশ্নের জবাবে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লু কাংয়ের তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘চিকেন নেক করিডরে রাস্তা তৈরিতে ভারতীয় সেনাবাহিনীর বাধা দ্বিপাক্ষিক সম্পর্ককে বড় পরীক্ষার সামনে ফেলে দিয়েছে। ভারতের সেনাপ্রধান বিপীন রাওয়াত স্বীকার করে নিয়েছেন, ভারতীয় সেনাবাহিনীই সীমান্ত পেরিয়েছিল। আমরা আশা করব ভারত এটা থেকে শিক্ষা নেবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়িয়ে চলবে।’


এরপরেই অবশ্য নির্মাণ প্রসঙ্গে লু বলেছেন, ‘আমার এ বিষয়ে বিশেষ কিছু জানা নেই। সংশ্লিষ্ট রিপোর্টটি আমারও নজরে এসেছে। কে ওই ছবিগুলি ছড়িয়েছেন, সেটা আমি জানি না।’

ডোকলামকে অবশ্য ফের নিজেদের অংশ বলে দাবি করেছে চিন। লু বলেছেন, ‘ডংলং (ডোকলাম) অঞ্চলের বিষয়ে চিনের অবস্থান স্পষ্ট। ডংলং বরাবরই চিনের অংশ। এই অঞ্চলের উপর চিনের অধিকার আছে। এ বিষয়ে কোনও বিতর্ক বা বিরোধ নেই। এই অঞ্চলে যে কোনও নির্মাণ বৈধ। চিন যেমন ভারতের কোনও অঞ্চলে নির্মাণকার্য নিয়ে মন্তব্য করবে না, ঠিক তেমনভাবেই আমরা আশা করব অন্য দেশগুলি চিনের ভূখণ্ডে নির্মাণ নিয়ে মন্তব্য করবে না।’

লু আরও বলেছেন, ‘সীমান্তে নজরদারি, সেখানে থাকা লোকজন ও সেনা জওয়ানদের জীবনের অবস্থার উন্নতির জন্যই ডংলংয়ে রাস্তা তৈরি সহ পরিকাঠামোর উন্নতি করা হচ্ছে।’