বেজিং: ডোকালাম নিয়ে ভারতের দাবিকে খারিজ করল চিন। বেজিংয়ের দাবি, ভারত সেনা প্রত্যাহার করছে। কিন্তু, চিনা সেনা সেখানেই টহল দিচ্ছে।


তবে, যে সড়ক নির্মাণ ঘিরে ডোকালামে সংঘাতের সূত্রপাত, তা নিয়ে এদিন কোনও মন্তব্য করেনি চিন। শুধু বলেছে, বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখে তারা ‘বদল’ করবে।


সোমবার সকালে ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়, সহমতের ভিত্তিতে বিতর্কিত ডোকালাম থেকে দুই দেশই সেনা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।


এই খবর বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সম্প্রচারিত হতেই চিনা সাংবাদিককূলের মধ্যে জোর কৌতূহল সঞ্চারিত হয়। অবশেষে সন্ধ্যায় চিনা বিদেশমন্ত্রকের তরফে পাল্টা বিবৃতি জারি করে ভারতের দাবি খারিজ করা হয়।


এদিন চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চুনউইং বলেন, সকল অনুপ্রবেশ ঘটানো সেনা জওয়ান, যন্ত্রপাতি প্রত্যাহার করেছে ভারত। তিনি যোগ করেন, ডোকালামে টহলরত চিনা সেনা এমন কথাই জানিয়েছে।


হুয়া জানিয়ে দেন, আন্তর্জাতিক ও ঐতিহাসিক সম্মেলন অনুসারে নিজেদের সার্বভৌমত্ব, ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করবে চিন। এমনকী, ভারতের সঙ্গে কোনও চুক্তি হওয়ার বিষয়ে মুখ খোলেনি বেজিং।