সাংহাই : করোনা অতিমারী (Corona Pandemic) কি আদৌ শেষের পথে? ভারত (India) সহ সারা বিশ্বে যখন করোনার (Corona) গ্রাফ কার্যত তলানিতে, স্বস্তির নিঃশ্বাস ফেলে নতুনভাবে চেনা জীবনের ছন্দ ফিরছে, তখন একেবারে উল্টো ছবি চিনে (China)। যে দেশে করোনার প্রথম কেস ধরা পড়েছিল, সেই দেশই এই মুহূর্তে ফের কাঁপছে কোভিড আতঙ্কে। বুধবার সেদেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ২০ হাজার। আর চিনে এবারের করোনার ঢেউয়ের কার্যত কেন্দ্রবিন্দুতে রয়েছে সাংহাই (Sanghai) শহর। উহান শহরে করোনার প্রথম প্রাদুর্ভাবের পর থেকে এই প্রথমবার চিনে দৈনিক সংক্রমণ ২০ হাজারের গণ্ডি টপকাল। যা সেদেশে এখনও পর্যন্ত সর্বোচ্চ দৈনিক সংক্রমণ।


প্রশ্নের মুখে চিন সরকারের জিরো কোভিড স্ট্র্যাটেজি


সপ্তাহখানেক আগেই চিনে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছুঁয়েছিল। তারপর থেকে যা কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যার জেরে এই মুহূর্তে প্রবল প্রশ্নের মুখে পড়েছে সেদেশের সরকারের 'জিরো-কোভিড' স্ট্র্যাটেজি। বুধবার চিনের ন্যাশনাল হেলথ কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, একদিনে সেদেশে নতুন  করে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪৭২ জন। যদিও কারোর মৃত্যু হয়নি গত ২৪ ঘণ্টায়।


সংক্রমণের বাড়বাড়ন্ত


গত মার্চ মাস পর্যন্ত স্থানীয় লকডাউন, গণহারে করোনা পরীক্ষা, আন্তর্জাতিক লোক আসার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা ছিল চিনে। কিন্তু তারপর যা শিথীল হওয়ার পরই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। যদিও সেদেশের কর্তৃপক্ষ জানাচ্ছে, বেশিরভাগ আক্রান্তেরই কোনও উপসর্গ দেখা যাচ্ছে না। তবে যেভাবে সুনামি-সুলভ গতিতে করোনা ছড়িয়ে পড়ছে, তাতে ইতিমধ্যে প্রভাব পড়তে শুরু করেছে সেদেশের অর্থনীতিতে। করোনা ঝড় কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করা অর্থনীতির চাকায় ফের জোরালো ধাক্কাই দিয়েছে করোনার বাড়ছে থাকা রেকর্ড সংক্রমণ সংখ্যা।


আরও পড়ুন- রাতের আকাশে রহস্যময় আলোর ছটা, দেখা গেল দেশের একাধিক শহরে, উল্কাবৃষ্টি নাকি চিনা রকেট, তুঙ্গে জল্পনা