বেজিং: ডোকালাম থেকে সেনা প্রত্যাহারের বিনিময়ে ভারতকে ২০ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে চিন? অন্তত সেদেশের সোশ্যাল মিডিয়ায় তেমনই খবর জোর প্রচারিত হচ্ছে। যদিও, এই খবর খারিজ করেছে চিনা প্রতিরক্ষা ও বিদেশমন্ত্রক।
প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র রেন গুয়োকিয়াংয়ের দাবি, আমরা সরকারের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলে দেখেছি, এমন কোনও ঋণ ভারতকে দেওয়া হয়নি।
একইভাবে, চিনা বিদেশমন্ত্রকের তরফেও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবরকে খারিজ করা হয়েছে। ভারতকে ঋণ দেওয়ার দাবি খারিজ করেছে সেদেশের শাসক দলের সরকারি মুখপত্র, দ্য পিপলস ডেইলি।
যদিও, বিশেষজ্ঞদের পাল্টা দাবি, ‘যা রটে তার কিছুটা তো বটে..।’ তাদের প্রশ্ন, খবর যদি মিথ্যেই হয়, তাহলে এতবার করে তা খারিজ করার প্রয়োজন কোথায়? তারা জানায়, নিশ্চই এর মধ্যে কিছু তো আছে।
বিশেষ করে, ডোকালাম সংঘাতের সময় চিনা প্রতিরক্ষামন্ত্রক বারবার নিজেদের ‘প্রধান দেশ’ হিসেবে উল্লেখ করছিল। বারবার নিজেদের সামরিক টেক্কা দিয়ে মন্তব্য করে চলেছিল।