করাচি: ২০১৮ সম্ভবত বিখ্যাত থাকবে একের পর এক মহার্ঘ্য বিয়ের বছর হিসেবে। ঈশা অম্বানিই হোন, বা দীপিকা রণবীর, নিক-প্রিয়ঙ্কা- কোটি কোটি টাকা খরচ করে চোখধাঁধানো বিয়ে যেন এ বছরের দস্তুর হয়ে উঠেছিল।

এরই মধ্যে সস্তায় গণ্ডায় বিয়ে করে ফেললেন এক পাকিস্তানি। করাচিতে ২০,০০০ পাকিস্তানি মুদ্রায় বিয়ে সেরেছেন তিনি, ভারতীয় মুদ্রায় যার মূল্য মাত্র ১০,০০০ টাকা! অথচ ভাল খাওয়াদাওয়া, আলো দিয়ে বাড়ি সাজানো- বাদ পড়েনি কিছু।

বরের নাম রিজওয়ান। টুইটারে প্রায় প্রতি মুহূর্তের আপডেট দিয়েছেন তিনি। বিয়ে হয়েছে তাঁর বাড়ির ছাদে, নিমন্ত্রিত ছিলেন ২৫ জন, বাবা মা আর বন্ধুরা। মেনুতে ছিল চিকেন টিক্কা, শিক কাবাব, স্ট্রবেরি আইসক্রিম ইত্যাদি।




ভাবছেন, এরপরেও এত সস্তায় বিয়ে সম্ভব নয়? দেখে নিন রিজওয়ান কী বলছেন। রান্নার জন্য এক বন্ধু তাঁর রাঁধুনিদের ধার দেন। বর নিজে গিয়ে চিকেন আর মশলাপাতি কিনে আনেন, দাঁড়িয়ে থেকে করান রান্না। স্টার্টার হিসেবে ছিল খাট্টা আলু, সেটা আবার রাঁধেন নবপরিণীতা বধূ। বাবা আলো কিনে আনেন, সেগুলোই ঝুলিয়ে দেওয়া হয় ছাদে।




কিন্তু অতিথিদের বসানোর জন্য কী ব্যবস্থা? পাশের ইলেকশন কমিটি থেকে ২৫টি চেয়ার নিয়ে আসেন রিজওয়ান। ডেসার্টের কথা ভুলে গিয়েছিলেন, তার ব্যবস্থা করেন বন্ধু, স্ট্রবেরি আইসক্রিম। খাবার রাখার জন্য টেবিলও নিয়ে আসেন তিনি। বর বৌ দুজনেই পরেছিলেন সাধারণ নীল সালোয়ার কামিজ, তার জন্যও দাম দিতে হয়নি, উপহার দেন মা ও বোন।






এরপরেও যদি কেউ বিশ্বাস না করেন, বিয়ের পোশাকে নিজের ছবিও পোস্ট করে দিয়েছেন রিজওয়ান। আর বিশ্বাস না করলে চলে!