বেজিং: দু মাসের মধ্যে ফের ভারত সফরে যাওয়া নিজেদের নাগরিকদের উদ্দেশ্যে নিরাপত্তা সংক্রান্ত অ্যাডভাইসরি বা পরামর্শ জারি করল চিন। ডোকালাম নিয়ে দ্বিপাক্ষিক সংঘাতের মধ্যেই সরকারি চিনা মিডিয়ায় তীব্র ভারত-বিরোধী প্রচার চলছে।
সেই প্রেক্ষাপটে বেজিংয়ের নতুন নিরাপত্তাবিধি, যা ৮ জুলাই ঘোষিত প্রথম পরামর্শের চেয়ে আরও কড়া এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে বলে জানা গিয়েছে।
নয়া নির্দেশিকায় চিনা নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তার দিকে খেয়াল রাখতে, তাঁরা যে যেখানে আছেন, সেখানকার পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়েছে। ভারতে থাকা চিনা নাগরিকদের নিরাপত্তার ক্ষেত্রে নতুন, নতুন বিপদের উল্লেখ করে তাঁদের অপ্রয়োজনে যেখানে সেখানে যেতেও বারণ করা হয়েছে।
ভারতে চিনা দূতাবাসের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে রয়েছে, ভারতে প্রাকৃতিক বিপর্যয়, ট্রাফিক দুর্ঘটনা ও ছোঁয়াচে রোগের প্রাদুর্ভাব আকছারই হচ্ছে। চিনা নাগরিকদের নিজেদের পরিচিতি সংক্রান্ত তথ্য সঙ্গে রাখতে, ভারতের আইনকানুন ও স্থানীয় ধর্মীয় রীতিনীতি মেনে চলতে, পরিবার, সহকর্মী ও বন্ধুবান্ধবদের যাত্রার ব্যাপারে জানিয়ে রাখতেও পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, এমন অনেক নজির আছে, যেখানে চিনা নাগরিকরা ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ায় ভারত ছাড়তে পারেননি।
এর আগের বিজ্ঞপ্তিতে ভারত সফরে যেতে তৈরি ও ভারতে বসবাসকারী চিনা নাগরিকদের নিরাপত্তা সংক্রান্ত পরামর্শে বলা হয়েছিল, তাঁরা যেন নিজেদের নিরাপত্তার দিকে নজর রাখেন, স্থানীয় পরিস্থিতিও মাথায় রাখেন।
প্রসঙ্গত, ৩ সেপ্টেম্বর চিনের জিয়ামেনে বসছে ব্রিকস সম্মেলন, যেখানে থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার প্রাক্কালেই চিনা নাগরিকদের প্রতি জারি হল দ্বিতীয় নিরাপত্তা বিজ্ঞপ্তি।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
প্রাকৃতিক বিপর্যয়, ট্রাফিক দুর্ঘটনা ও ছোঁয়াচে রোগ ছড়াচ্ছে, ভারত সফররত চিনা নাগরিকদের ফের হুঁশিয়ারি বেজিংয়ের
Web Desk, ABP Ananda
Updated at:
24 Aug 2017 02:39 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -