ওয়াশিংটন: দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনা প্রশমনে ভারত ও পাকিস্তানকে সরাসরি আলোচনায় বসতে বলল আমেরিকা। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র হিদার ন্যুয়ার্ট বলেছেন, আমরা একটাই কাজ করতে পারি। তা হল, উত্তেজনা প্রশমনে দুই দেশকে সরাসরি আলোচনার টেবিলে বসতে বলতে পারি বা এ জন্য উত্সাহিত করতে পারি।

উল্লেখ্য, এর আগে মার্কিন বিদেশ সচিব রেক্স টিলারসন আঞ্চলিক স্থিতিশীলতার বৃহত্তর লক্ষ্যে পাকিস্তান সংক্রান্ত বিষয়ে ‘সৌহার্দ্য’ নিয়ে ভারত কিছু পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছিলেন। একইসঙ্গে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তাদের ভূখণ্ড থেকে সন্ত্রাসের উত্পত্তি রোখার বিষয়ে যথাযথ ব্যবস্থা না নিলে ইসলামাবাদ সামরিক খাতে মার্কিন আর্থিক সাহায্য হারাতে পারে। এমনকি, নন-ন্যাটো শরিকের মর্যাদাও খোয়াতে হতে পারে পাকিস্তানকে।

পাকিস্তান সম্পর্কে ‘সৌহার্দ্য’মূলক কী ধরনের পদক্ষেপের কথা টিলারসন বলেছিলেন, এ ব্যাপারে প্রশ্ন করা হলে ন্যুয়ার্ট বলেছেন, সমগ্র  কৌশল এবং আফগানিস্তান পরিস্থিতি মোকাবিলার বিষয়টি আঞ্চলিক কৌশল হিসেবে দেখছে আমেরিকা। তাই এই কৌশলে ভারত ও পাকিস্তানকেও এর অন্তর্ভূক্ত হিসেবেই দেখা হচ্ছে। আফগানিস্তানকে সন্ত্রাসমুক্ত করে তোলার ক্ষেত্রে যে দেশগুলি সহায়তা ও সাহায্য করতে পারবে ওই অঞ্চলের সেই সব দেশগুলিকে অন্তর্ভূক্ত করার কথা বলা হচ্ছে। ন্যুয়ার্ট বলেছেন, কাশ্মীর প্রসঙ্গে আমেরিকার অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। ভারত ও পাকিস্তানকে আলোচনার টেবিলে বসার জন্য আমেরিকা উত্সাহ দিয়ে চলেছে বলেও জানিয়েছেন তিনি।