বেজিং: দলাই লামার অরুণাচল প্রদেশ সফর নিয়ে ভারতের কাছে কূটনৈতিক স্তরে প্রতিবাদ জানাল চিন। এদিন চিনা বিদেশমন্ত্রকের তরফে বেজিংয়ে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিজয় গোখলের কাছে প্রতিবাদ জানান।
৮১ বছরের আধ্যাত্মিক নেতা গতকালই ৯ দিনের অরুণাচল সফর শুরু করেছেন। এদিন তিনি পশ্চিম কামেং জেলার বমডিলায় যান। ২০০৯ সালের পর থেকে এই প্রথম বমডিলায় গেলেন দলাই লামা।
প্রায় ৫০ বছর আগে তিব্বতের লাসা থেকে ভারতে আসার পথে এই বমডিলায় ছিলেন দলাই। আগামী সপ্তাহে তিনি তাওয়াং সফরে যাবেন।
প্রসঙ্গত, এই অঞ্চল নিয়ে চিনের সঙ্গে বিতর্কের ইতিহাস রয়েছে ভারতের। বেজিং এই অঞ্চলকে নিজেদের বলে দাবি করে। অন্যদিকে, নয়াদিল্লি সাফ জানিয়ে দিয়েছে, গোটা অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।
চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চিনইয়ুং জানান, চিনের আপত্তি সত্ত্বেও অরুণাচল প্রদেশের বিতর্কিত অঞ্চলে দলাই লামার সফরে অনুমতি দিয়েছে ভারত। এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে চিন।
চিনের ‘হুঁশিয়ারি’-কে পাল্টা একহাত নিয়েছে ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু সাফ জানিয়ে দিয়েছেন, ভারত যেমন চিনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না, চিনেরও উচিত নয় ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা।
যদিও, চিনা বিদেশমন্ত্রকের দাবি, এই বিষয়টি শুধুমাত্র ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়।