ওয়াশিংটন: এইচ-১বি ভিসা নিয়ে ফের কড়া অবস্থান নিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আমেরিকার কোম্পানিগুলিকে ওয়াশিংটনের সাফ বার্তা, এইচ-১বি ভিসার অপব্যবহার করে যোগ্য মার্কিনীদের ‘বঞ্চনা’ করা চলবে না।
মঙ্গলবার নাগরিক অধিকার বিভাগের ভারপ্রাপ্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল টম হুইলারের হুঁশিয়ারি, মার্কিন কর্মীদের উপেক্ষা করার জন্য নিয়োগকর্তারা যদি এইচ-১বি ভিসার অপব্যবহার করে, তাহলে তা বরদাস্ত করবে না বিচার বিভাগ।
তিনি যোগ করেন, যদি দেখা যায়, কোনও সংস্থা যোগ্য মার্কিন কর্মীদের বঞ্চিত করে তাঁদের চাকরি অন্যত্র দিয়েছে, তাহলে তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্প্রতি, পরবর্তী আর্থিক বছরের জন্য আগামী ১ অক্টোবর থেকে বিভিন্ন মার্কিন নিয়োগকারী সংস্থার কাছ থেকে এইচ-১বি ভিসার আবেদন গ্রহণ করতে শুরু করেছে মার্কিন প্রশাসন। ঠিক তখনই দেশের সংস্থাগুলির উদ্দেশে এমনই সতর্কবাণী দিল ট্রাম্প প্রশাসন।