নয়াদিল্লি: ডোকা লা নিয়ে ভারত-চিন অচলাবস্থার মধ্যেই জাল ভিডিও ও মিথ্যে খবর ছড়িয়ে পরিস্থিতি আরও বিষিয়ে দিতে উদ্যোগী পাকিস্তান। পাক সংবাদমাধ্যম আচমকা দাবি করেছে, চিনা সেনাবাহিনীর হাতে সিকিমে প্রাণ হারিয়েছেন ১৫৮ জন ভারতীয় সেনা।


কিন্তু চিন বা ভারত- কোনও দেশের সংবাদমাধ্যম এ নিয়ে একটা শব্দও উচ্চারণ করায় এটা যে ভুয়ো খবর তা পরিষ্কার হয়ে গিয়েছে।

প্রথম খবরটি ছড়ায় দুনিয়া নিউজ টিভি নামে একটি অপরিচিত পাক সংবাদমাধ্যম। জাল ভিডিও প্রকাশ করে তারা দাবি করে, চিনা রকেট হামলায় ১৫৮ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। এরপর ডন টিভিও এমনই একটি রিপোর্ট বার করে। এ নিয়ে টুইটারে পাক নাগরিকদের হইচই পড়ে যায়। প্রশস্তিতে ভরিয়ে দেওয়া হয় চিনকে। ভারতীয় বিদেশমন্ত্রক পরিষ্কার জানিয়ে দেয়, এইসব রিপোর্ট সম্পূর্ণ মিথ্যে, জাল ও উদ্দেশ্যপ্রণোদিত। কোনও দায়িত্বশীল সংবাদমাধ্যমের এই ভুয়ো খবর প্রচার উচিত নয়।

এখন পাক সংবাদমাধ্যমও ভুয়ো খবরের কথা স্বীকার করে নিচ্ছে।





মনে করা হচ্ছে, পাক সেনার মিথ্যে প্রোপাগান্ডারই এবার শিকার হয়েছে সে দেশের সংবাদমাধ্যম। কারণ এভাবে মুখ পোড়ার সম্ভাবনা আছে জেনেও কোনও প্রথমসারির সংবাদমাধ্যমের পক্ষে জাল খবর প্রকাশ সম্ভব নয়।