ইসলামাবাদ: পাকিস্তানকে 'সন্ত্রাসবাদীদের নিরাপদ ঘাঁটি' বলেছেন ডোনাল্ড ট্রাম্প। পাল্টা একযোগে এর জবাব দিতে দেশের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্র্রী শাহিজ খাকান আব্বাসি।
প্রধানমন্ত্রী বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে হাজির ছিলেন অভ্যন্তরীণমন্ত্রী আহসান ইকবাল, বিদেশমন্ত্রী খোয়াজা আসিফ, জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জুবেইর হায়াত, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, বায়ুসেনা প্রধান এসিএম সোহেল আমান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মহম্মদ জাকাউল্লাহ সহ অনেকে। ডন নিউজ-এর খবর, আফগানিস্তান ও দক্ষিণ এশিয়া সংক্রান্ত নয়া নীতি ঘোষণা করে ট্রাম্পের বক্তব্যের জবাব দিতে এই বৈঠক ডাকা হয়।
ট্রাম্প বলেন, পাকিস্তানকে আমরা কোটি কোটি ডলার দিচ্ছি, আর ওরা সেই জঙ্গিদেরই নিরাপদ আশ্রয় দিচ্ছে, যাদের বিরুদ্ধে আমরা লড়ছি। পাকিস্তানকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এজেন্টদের নিরাপদ আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে।
মার্কিন প্রশাসনের এই নতুন মনোভাব সম্পর্কে প্রধানমন্ত্রী আব্বাসি এখনও কোনও প্রতিক্রিয়া দেননি বলে জানিয়েছে পাক সংবাদপত্রটি।
গতকাল পাক সেনাপ্রধান জেনারেল বাজওয়ার সঙ্গে দেখা করে আমেরিকার নয়া দক্ষিণ এশিয়া নীতির ব্যাপারে অবহিত করেন পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড হ্যালে। তার পরই রীতিমতো সুর চড়িয়ে পাক
সেনাপ্রধান বলেন, আমরা আমেরিকার কাছে কোনও আর্থিক বা বস্তুগত সহায়তা চাইছি না, শুধু চাইছি, আমাদের ওপর ওদের আস্থা, বিশ্বাস চাইছি। আমাদের অবদান ওরা স্বীকার করুক।
হ্যালে পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের সঙ্গেও দেখা করেন।
'সন্ত্রাসবাদীদের নিরাপদ ঘাঁটি': ট্রাম্পকে 'একযোগে জবাব' দিতে সামরিক, রাজনৈতিক নেতৃত্বের উচ্চ পর্যায়ের বৈঠক পাক প্রধানমন্ত্রীর
Web Desk, ABP Ananda
Updated at:
24 Aug 2017 06:55 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -