ভারত, পাকিস্তানকে কখনই পরমাণু শক্তিধর রাষ্ট্র বলে মানে না, জানাল চিন
Web Desk, ABP Ananda | 01 Mar 2019 06:04 PM (IST)
বেজিং: চিন কখনই ভারত, পাকিস্তানকে পরমাণু শক্তিধর রাষ্ট্র বলে স্বীকৃতি দেয় না। এ ব্যাপারে চিনের অবস্থানে কখনই বদল হয়নি বলে মন্তব্য করলেন চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র লু কাং। উত্তর কোরিয়াকেও পরমাণু শক্তির মর্যাদা দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে বেজিং। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের দ্বিতীয় শীর্ষ সম্মেলন কার্যত ভেস্তে গিয়েছে পিয়ংইয়ঙের কঠোর মনোভাবে। তারা দুটি পরমাণু প্রক্রিয়াকরণ ইউনিট বাতিল করতে কোনওভাবেই রাজি নয়। এই প্রেক্ষাপটেই চিনা মুখপাত্রের কাছে ভারত, পাকিস্তানের মতো উত্তর কোরিয়াকে তাঁরা পরমাণু রাষ্ট্র বলে মানতে রাজি কিনা জানতে চাওয়া হয়। তখনই তিনি চিনের মনোভাব স্পষ্ট করে দেন। প্রসঙ্গত, নয়াদিল্লি পরমাণু প্রসার রোধ চুক্তিতে (এনপিটি) সই করেনি, এই কারণ দেখিয়ে ৪৮ সদস্যের পরমাণু সরবরাহকারী গোষ্ঠীতে (এনএসজি) ভারতের অন্তর্ভুক্তির বিরোধিতা করে আসছে ভারত। পাকিস্তানও ভারতের পথে হেঁটে এনএসজি-তে ঢোকার আবেদন পেশ করে। তারপর চিন দ্বিমুখী কৌশল নেয়, যাতে বলা হয়, এনএনজি সদস্য দেশগুলিকে আগে গোষ্ঠীর বাইরের দেশকে সামিল করার জন্য একমত হয়ে একগুচ্ছ নিয়মনীতি স্থির করতে হবে, তারপর নির্দিষ্ট আবেদন ধরে ধরে আলোচনায় এগতে হবে।