বেজিং: ভারতের সঙ্গে সদ্যসমাপ্ত বিদেশসচিব পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনাকে ইতিবাচক বলে জানাল চিন। জানাল, উভয় পক্ষই সার্বিক বোঝাপড়ায় রাজি হয়েছে। যদিও, মাসুদ আজহার ও এনএসজি ইস্যু নিয়ে যে সমস্যা রয়েছে, সেই নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি বেজিং।


সম্প্রতি, বেজিংয়ে ভারত ও চিনের মধ্যে কৌশলগত আলোচনা হয়। এদিন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গেং শ্যুয়াং জানান, বৈঠক যেমনটা হওয়ার ছিল তেমনটাই হয়েছে। লক্ষ্য অনুযায়ী আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক ও তাৎপর্যপূর্ণ প্রমাণিত হয়েছে এই বৈঠক।


চিনের দাবি, বৈঠক বন্ধুত্বপূর্ণ পরিবেশেই হয়েছে। দুই দেশ বিভিন্ন বিষয়ে বিস্তারিত ও সুসংহত মতামত বিনিময় করেছে এবং ঐকমত্যে পৌঁছেছে। শ্যুয়াং যোগ করেন, আন্তর্জাতিক পরিস্থিতি, দেশীয় ও বিদেশি নীতি, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু যেগুলিতে উভয়পক্ষের স্বার্থ জড়িত—সবকিছুতেই ঐকমত্য এসেছে।


যদিও, ভারতের সঙ্গে চিনের সাম্প্রতিককালে যে দুই বিষয়ে মতানৈক্য দেখা দিয়েছে – সেই এনএসজি এবং মাসুদ আজহার প্রসঙ্গে কোনও কথা উল্লেখ করেনি চিন।


একদিকে, এনএসজি গোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তি আটকে দিয়েছে চিন। অন্যদিকে, রাষ্ট্রপুঞ্জে মাসুদ আজহারকে নিষিদ্ধ করা নিয়েও গড়িমসি করছে তারা। এই দুই কারণে বেজিংয়ের ওপর ক্ষুব্ধ নয়াদিল্লি। গতকালের বৈঠকে বিদেশসচিব এস জয়শঙ্কর তা বুঝিয়েও দেন।