নয়াদিল্লি: ভারতে ৯০০০ কোটি ঋণ খেলাপের মামলায় ফেরার শিল্পপতি বিজয় মাল্য ব্রিটেনে বহাল তবিয়তেই রয়েছেন। লন্ডনে একটি নতুন ফর্মুলা ওয়ান কার লঞ্চ অনুষ্ঠানেও তাঁকে দেখা গেল। তাঁর দল সহারা ফোর্স ইন্ডিয়া নতুন ফর্মুলা ওয়ান কার লঞ্চ করেছে।
অনুষ্ঠানে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন মাল্য। ফর্মুলা ওয়ান ওয়েবসাইটে মাল্যর ছবিও আপলোড করা হয়েছে। স্যুট পরিহিত মাল্যকে বেশ ঝলমলে লেগেছে। ছবিতে তাঁর সঙ্গে দেখা গিয়েছে তাঁর দুই ড্রাইভার সের্গিও পেরেজ ও এস্টেবান ওকোনের সঙ্গে।
উল্লেখ্য, ভারতের তদন্তকারী সংস্থাগুলি মাল্যকে হাতে পাওয়ার চেষ্টা চালাচ্ছে। ভারত সরকারও তাঁর প্রত্যপর্ণের জন্য ব্রিটেনের সঙ্গে আলোচনা চালাচ্ছে।
ব্রিটেনে ফর্মুলা ওয়ান কার লঞ্চ অনুষ্ঠানে ফুরফুরে মেজাজে ফেরার মাল্য
ABP Ananda, web desk
Updated at:
23 Feb 2017 03:43 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -