করোনাভাইরাস: চিনে মৃতের সংখ্যা বেড়ে প্রায় দেড় হাজার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Feb 2020 02:18 PM (IST)
চিনে করোনাভাইরাসে মহামারীতে মৃত্যের সংখ্যা বেড়ে হল ১,৪৮৩। এই ভাইরাস সংক্রমণের মূল কেন্দ্র হুবেই প্রদেশেই আরও ১১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। চিনের স্বাস্থ্য আধিকারিকরা শুক্রবার এই তথ্য জানিয়েছেন। সবচেয়ে বেশি এই ভাইরাস ছড়িয়েছে হুবেই প্রদেশে। বৃহস্পতিবার এই প্রদেশে নতুন করে ৪,৮২৩ জনের মধ্যে সংক্রমণের কথা জানা গিয়েছে।
নয়াদিল্লি: চিনে করোনাভাইরাসে মহামারীতে মৃত্যের সংখ্যা বেড়ে হল ১,৪৮৩। এই ভাইরাস সংক্রমণের মূল কেন্দ্র হুবেই প্রদেশেই আরও ১১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। চিনের স্বাস্থ্য আধিকারিকরা শুক্রবার এই তথ্য জানিয়েছেন। সবচেয়ে বেশি এই ভাইরাস ছড়িয়েছে হুবেই প্রদেশে। বৃহস্পতিবার এই প্রদেশে নতুন করে ৪,৮২৩ জনের মধ্যে সংক্রমণের কথা জানা গিয়েছে। প্রাদেশিক স্বাস্থ্য কমিশন এই তথ্য জানিয়েছেন। শুধুমাত্র হুবেই প্রদেশেই আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১,৯৮৬। সবমিলিয়ে চিনে মোট ৬৪,৬২৭ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। জাতীয় স্বাস্থ্য কমিশন অবশ্য এখনও চিনে মোট কতজন আক্রান্ত হয়েছেন, সেই সংখ্যা ঘোষণা করেনি। গত বৃহস্পতিবার কমিশন ২৫৪ জনের মৃত্যুর খবর জানিয়েছিল। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে ব্যাপক উদ্বেগের পরিপ্রেক্ষিতে চিনের কতৃপক্ষ রোগ নির্ণয়ের পদ্ধতি গ্রহণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বৃহস্পতিবার বলেছে, গণনাত পদ্ধতিতে বদলের জন্যই করোনাভাইরাসের মৃত্যের সংখ্যায় একটা বেশি বৃদ্ধি দেখা গিয়েছে। এরসঙ্গে মহামারীর আরও বড় আকারে ছড়িয়ে পড়ার সম্পর্ক নেই। হু-র হেল্থ এমার্জেন্সি প্রোগ্রামের প্রধান মাইকেল রিয়ান জেনেভা-তে জানিয়েছেন, হু-র নেতৃত্বাধীন আন্তর্জাতিক মিশন চলতি সপ্তাহের শেষেই চিনে পৌঁছবে। হু-র ১৫ সদস্যের একটি দল সোমবার চিনে পৌঁছেছে।