বেজিং: জিনজিয়াংয়ে বড়সড় মহড়া চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র। চিনের পশ্চিমাঞ্চলের এই অংশটির সঙ্গে ভারত, পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশের সীমান্ত রয়েছে।
পিএলএ-র ওয়েস্টার্ন কমান্ডের এই মহড়ায় প্রায় ১০ হাজার সেনা অংশ নেয়।ভারত ও চিনের মধ্যে বিতর্কিত এলাকা আকসাই চিনের দায়িত্ব রয়েছে ওয়েস্টার্ন কম্যান্ডের ওপর। চিনের সরকারি সংবাদমাধ্যম পিপলস ডেইলি-তে এই মহড়ার কথা জানানো হয়েছে।
মহড়ার মধ্যে রয়েছে নকল যুদ্ধ, গোয়েন্দা তথ্য বিনিময়, শত্রুপক্ষের শক্তি নির্ণয় এবং আক্রমণ মোকাবিলা।
পিপলস ডেইলি-তে মহড়ার নির্দিষ্ট স্থান উল্লেখ করা হয়নি। কিন্তু এই মহড়ার লক্ষ্য যে ভারত, তা দৃশ্যতই স্পষ্ট। কারণ, এই অঞ্চলে সীমান্ত নিয়ে অন্য কোনও দেশের সঙ্গে চিনের সমস্যা নেই।
সুমুদ্র পৃষ্ঠ থেকে ৪০০০ মিটার উঁচুতে সাতটি পাহাড় এলাকা জুড়ে এই মহড়া হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের পর এই মহড়া করল চিন। আরও তাত্পর্য্যপূর্ণ ব্যাপার, পাক সেনাবাহিনীর প্রধান হিসেবে জেনারেল কামার জাভেদ বাজওয়া দায়িত্বভার গ্রহণের পরপরই চিনের মহড়াটি অনুষ্ঠিত হল।


ভারতকে চাপে ফেলতে চিনের এই মহড়া পাক বাহিনীর মনোবল বাড়িয়ে দেবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

উল্লেখ্য, বাজওয়া দায়িত্বভার গ্রহণের পর চিনের বিদেশমন্ত্রী গেং শুয়াং বলেছিলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে কাজ চালিয়ে যাবে বেজিং।