বেজিং: এক ব্যক্তির মলদ্বার থেকে প্রায় ১০০টি মাছের কাঁটা অস্ত্রোপচার করে বের করল চিকিৎসকরা। ঘটনাটি ঘটেছে চিনে।


খবরে প্রকাশ, গত সপ্তাহে সিচুয়ান প্রদেশের বাসিন্দা এক প্রৌঢ় ব্যক্তি দুটি গোটা মাছ সিদ্ধ করে খেয়েছিলেন। তাঁর ধারণা ছিল, সিদ্ধ হওয়ার ফলে, হয়ত কাঁটাগুলি গলে যাবে।


কিন্তু, দিনকয়েক বাদে তাঁর প্রচণ্ড পেট-যন্ত্রণা শুরু হয়। শৌচকর্ম করার সময় অত্যাধিক জ্বলন হতে থাকায় তিনি চিকিৎসকদের দ্বারস্থ হন।


সিটি স্ক্যানে ধরা পড়ে, ওই ব্যক্তির মলদ্বারে একগুচ্ছ মাছের কাঁটা আটকে রয়েছে। প্রায় ২ ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে ওই ব্যক্তির শরীর থেকে প্রায় ১০০টি সূচের মতো মাছের কাঁটা বের করেন চিকিৎসকরা।


সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের পশ্চিম চিন হাসপাতালের চিকিৎসক হুয়াং জিহিন বলেন, মলদ্বারে শতাধিক কাঁটা—বিষয়টি আমাদের কাছে প্রথম। এর আগে, ১০টির মতো কাঁটা অস্ত্রোপচার করে বের করা হয়েছে।


তিনি যোগ করেন, অস্ত্রোপচার প্রক্রিয়া অত্যন্ত জটিল ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের সম্ভাবনা ছিল। কারণ, মলদ্বার ফুলে গিয়েছল। ফলে, সব কাঁটা বের করা সম্ভব হয়নি। বেশিরভাগটাই বের করা হয়েছে। বাকিগুলি স্বাভাবিক প্রক্রিয়ায় বেরিয়ে যাবে।