ঢাকা: দুর্নীতি মামলায় চারমাসের অন্তর্বর্তী জামিন পেলেন বাংলাদেশের প্রাক্তন প্রধামনন্ত্রী খালেদা জিয়া।
এদিন বিচারপতি এম এনায়েতুর রহমান ও বিচারপতি শহিদূল করিমের নেতৃত্বাধীন ঢাকা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি-র প্রধানকে এই জামিন মঞ্জুর করে।
প্রসঙ্গত, ৭২ বছরের খালেদাকে গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরে হাজতবাসের সাজা দেয় স্থানীয় আদালত। অভিযোগ, প্রয়াত স্বামী জিয়াউর রহমানের নামে গঠিত জিয়া অরফ্যানেজ ট্রাস্টের নামে আসা প্রায় ২.১ কোটি বাংলাদেশি টাকা মূল্যের বিদেশি মুদ্রা তছরুপ করেছেন তিনি।