লাহৌর: পাকিস্তানের বহিষ্কৃত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে লক্ষ্য করে ছোঁড়া হল জুতো।


রবিবার, লাহোরের একটি মাদ্রাসায় গিয়েছিলেন শরিফ। সেই সময় একটি কট্টপরন্থী ধর্মীয় সংগঠন তাঁকে লক্ষ্য করে জুতো ছোঁড়ে বলে অভিযোগ।


গতকালই, শিয়ালকোটে দলীয় কর্মীদের একটি সভায় বক্তব্য রাখার সময়ে পাক বিদেশমন্ত্রী খোয়াজার আসিফের মুখে কালি ছিটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। তার রেশ কাটতে না কাটতে এবার নওয়াজকে জুতো ছোঁড়া হল।


খবরে প্রকাশ, লাহোরের ঘড়ি শাহুতে জামিয়া নেমিয়া মাদ্রাসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। অভিযোগ, বক্তৃতা দেওয়ার জন্য যখন তিনি মঞ্চের দিকে এগোচ্ছিলেন, সেই সময় এক ছাত্র শরিফকে জুতো ছোঁড়ে।


জুতো গিয়ে শরিফের কানে ও ঘাড়ে লাগে। শুধু তাই নয়, শরিফের সামনে গিয়ে ছাত্রটি স্লোগানও দিতে শুরু করে। সঙ্গে সঙ্গে, উপস্থিত নিরাপত্তারক্ষীরা ওই ছাত্র ও তার সঙ্গীকে ধরে ফেলে চড়-থাপ্পড় মারে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।


এই ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে, শরিফ নিজের বক্তৃতা নেশের সময় এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করেননি। এদিকে, নওয়াজ শরিফকে জুতো ছোঁড়ার ঘটনার তীব্র নিন্দা করেছে পাকিস্তান পিপলস পার্টি ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ।