টোকিও: ভারতের দুটি জাহাজের গতিবিধি খতিয়ে দেখার জন্য জাপানের জলসীমায় ঢুকে পড়ল চিনের নৌবাহিনীর একটি জাহাজ। ওই জাহাজটিকে দেখতে পায় জাপানের একটি নজরদারি বিমান। টোকিও-র চিনা দূতাবাসকে চিঠি দিয়ে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে জাপানের বিদেশ মন্ত্রক।
চিনের অবশ্য দাবি, তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি। আইনানুসারে, নিরাপত্তা বিঘ্নিত না করলে সব দেশের জাহাজই (সামরিক জাহাজ সহ) অন্য দেশের জলসীমায় ঢুকতে পারে। এর জন্য আগাম অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। জাপান যদি এই ঘটনা নিয়ে হইচই করে, তাহলে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে।
জাপানের ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি হিরোশিগে সেকো জানিয়েছেন, ভারত, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যৌথ মহড়া চলাকালীন ভারতীয় জাহাজ দেখতে পেয়ে অনুসরণ শুরু করে চিনা জাহাজ। কুচিনোয়েরাবু দ্বীপের পশ্চিম দিকে জাপানের জলসীমার মধ্যে সেটিকে দেখতে পায় নজরদারি বিমান।
এর আগে ২০০৪ সালে শেষবার জাপানের জলসীমায় চিনের একটি ডুবোজাহাজ ঢুকে পড়েছিল। তারপর এই প্রথম জাপানে ঢুকল চিনা জাহাজ। জাপানের বিদেশ মন্ত্রী ফুমিও কিশিদা চিনের সেনাবাহিনীর কার্যকলাপে উদ্বেগ প্রকাশ করেছেন। সেকো বলেছেন, তাঁরা চিনের উদ্দেশ্য জানার চেষ্টা করছেন। জাপানের জলসীমা ও আকাশপথে নজরদারি বাড়ানো হবে।
ভারতের জাহাজকে অনুসরণ করে জাপানের জলসীমায় চিনা নজরদারি জাহাজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Jun 2016 06:17 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -