বেজিং: উত্তর-পূর্ব চিনের এক জঙ্গলের মধ্যে কার্যত বাঘের মুখ থেকে বেঁচে ফিরলেন এক ব্যক্তি। চুনহুয়া শহরে একটি স্থানীয় জঙ্গলের মধ্যে থেকে ভোজ্য উদ্ভিদ তুলছিলেন কাও বিনগুয়াং নামের এক ব্যক্তি। হঠাত্ই তিনি উপলব্ধি করেন তাঁর থেকে কুড়ি মিটারও কম দূরত্বে দাঁড়িয়ে রয়েছে একটি বাঘ। এতটাই কাছে ছিল বাঘটি যে বিড়ালের মাসির গায়ের ডোরা কাটা দাগটিও দেখতে পাচ্ছিলেন কাও। এদিক-ওদিক যাওয়ার চেষ্টা করলেই যেকোনও মুহূর্তে তার ওপর ঝাঁপিয়ে পড়তে পারত বাঘটি। তখন কাও বাঘের চোখে চোখ রেখে কার্যত তার দিকেই তাকিয়ে জঙ্গলে হারিয়ে যাওয়া বন্ধুর নাম ধরে চিত্কার করতে থাকে। আর তখনই হয়ে যায় সেই বিস্ময়কর ঘটনাটি। প্রায় ৮০ সেন্টিমিটার দৈর্ঘ্যের সেই প্রাণীটি তার শক্ত পা নিয়ে উল্টো দিকে হাঁটা দিতে শুরু করে।

বাঘটি যেই পিছন দিকে ফেরে সঙ্গে সঙ্গে কাও প্রাণ নিয়ে ছুটে এসে নিজের গাড়িতে ওঠেন। সেই সময় তিনি যে পায়ে মারাত্মক চোট পেয়েছিলেন সেকথাও বুঝতে পারেননি।

কাও শুধু জানিয়েছেন, কোনও এক সময় বন বিভাগের কর্মীদের থেকে তিনি শুনেছিলেন বাঘ দেখলে কখনও মাথা নীচু করে ছুটে পালাতে নেই। তাহলে বাঘ সেই ব্যক্তিকে নিজের শিকার ভেবে তার ওপর ঝাঁপিয়ে পড়বে। বাঘ দেখলেই তার চোখে চোখ রেখে চিত্কার করা উচিত্। তখনই ভয় পেয়ে বাঘ পালিয়ে যায়।