ওয়াশিংটন: বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হলেও, জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা বাতিল করার আগে কেন্দ্রীয় সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনওরকম আলোচনা করেনি বলেই জানালেন বিদেশ দফতরের মুখপাত্র মর্গ্যান অর্টাগাস। তিনি আরও জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতির উপর নজর রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র। লাইন অফ কন্ট্রোলে সবপক্ষকেই শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার আর্জি জানিয়েছেন মর্গ্যান।
পাকিস্তানের নাম না করে মর্গ্যান বলেছেন, ‘আমরা জম্মু ও কাশ্মীরের ঘটনার উপর নজর রাখছি। জম্মু ও কাশ্মীরের সাংবিধানিক মর্যাদা বদলের বিষয়ে ভারতের ঘোষণা আমরা দেখেছি। রাজ্যকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার ঘোষণার কথাও আমরা জানি। জম্মু ও কাশ্মীরে বহু মানুষকে আটক করা হচ্ছে। এই খবরে আমরা উদ্বিগ্ন। ব্যক্তিগত অধিকার রক্ষা এবং সংশ্লিষ্ট গোষ্ঠীর সঙ্গে আলোচনার আর্জি জানাচ্ছি।’
জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের আগে আমেরিকাকে কিছু জানায়নি ভারত, দাবি মর্গ্যান অর্টাগাসের
Web Desk, ABP Ananda
Updated at:
07 Aug 2019 09:41 PM (IST)
লাইন অফ কন্ট্রোলে সবপক্ষকেই শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার আর্জি জানিয়েছেন মর্গ্যান।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -