ওয়াশিংটন: বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হলেও, জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা বাতিল করার আগে কেন্দ্রীয় সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনওরকম আলোচনা করেনি বলেই জানালেন বিদেশ দফতরের মুখপাত্র মর্গ্যান অর্টাগাস। তিনি আরও জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতির উপর নজর রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র। লাইন অফ কন্ট্রোলে সবপক্ষকেই শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার আর্জি জানিয়েছেন মর্গ্যান।

পাকিস্তানের নাম না করে মর্গ্যান বলেছেন, ‘আমরা জম্মু ও কাশ্মীরের ঘটনার উপর নজর রাখছি। জম্মু ও কাশ্মীরের সাংবিধানিক মর্যাদা বদলের বিষয়ে ভারতের ঘোষণা আমরা দেখেছি। রাজ্যকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার ঘোষণার কথাও আমরা জানি। জম্মু ও কাশ্মীরে বহু মানুষকে আটক করা হচ্ছে। এই খবরে আমরা উদ্বিগ্ন। ব্যক্তিগত অধিকার রক্ষা এবং সংশ্লিষ্ট গোষ্ঠীর সঙ্গে আলোচনার আর্জি জানাচ্ছি।’