কাবুল: ফের রক্তাক্ত হয়ে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তালিবানের শান্তিবৈঠকের মাঝেই আজ গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১৪ জনের মৃত্যু হল। জখম অন্তত ১৪৫ জন। তালিবান এই হামলার দায়স্বীকার করেছে।


আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় অনুযায়ী আজ সকাল ৯টায় পশ্চিম কাবুলে পুলিশের একটি ভবনের প্রবেশদ্বারের কাছে গাড়িবোমা বিস্ফোরণ হয়। তালিবানের অবশ্য দাবি, একটি ট্রাকে অনেক বড় আকারের বোমা রাখা ছিল। সেটিতেই বিস্ফোরণ ঘটানো হয়। এক নিরাপত্তা আধিকারিকও ট্রাক বোমা বিস্ফোরণের সত্যতা স্বীকার করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যেখানে বিস্ফোরণ হয়েছে, সেখান থেকে এক কিলোমিটারের মধ্যে অন্তত ২০টি দোকানের জানলা ভেঙে গিয়েছে। আশেপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পর লোকজন তাঁদের প্রিয়জনদের খোঁজে ছোটাছুটি করছিলেন। মহিলারা স্বামী-সন্তানদের জন্য কান্নাকাটি করছিলেন।

কাতারের দোহায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তালিবানের অষ্টম দফার শান্তিবৈঠক হয়েছে। দু’পক্ষই আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আশাবাদী। বৈঠকে দারুণ অগ্রগতি হয়েছে বলে দাবি দু’পক্ষের। এই বৈঠক সফল হলে আফগানিস্তানে মার্কিন সেনার সংখ্যা কমানো হবে। কিন্তু এই বৈঠকের মাঝেই ফের বিস্ফোরণে শান্তিপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠে গেল।