লাহৌর: মুম্বই হামলার মূল চক্রী তথা জামাত নেতা হাফিজ সইদের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ মেনে নেওয়া হল পাকিস্তানের একটি আদালতে। তাকে দোষী সাব্যস্ত করল পাকিস্তানের সন্ত্রাস দমন শাখা বা কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট।
কয়েক মাস আগেই রাষ্ট্রপুঞ্জ হাফিজ সইদকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করেছিল। তারপরেই আন্তর্জাতিক মহলে অস্বস্তি এড়াতে পাকিস্তানের জঙ্গি দমন দফতর তাকে গ্রেফতার করে। বুধবার পাকিস্তানের একটি আদালত হাফিজকে জঙ্গি কার্যকলাপে মদত দেওয়ায় দোষী সাব্যস্ত করে।
রাষ্ট্রপুঞ্জ হাফিজ সইদের মাথার দাম ধার্য করেছিল ১০ মিলিয়ন ডলার। একমাস আগে লাহৌরের গুজরানওয়ালা থেকে গ্রেফতার করা হয়েছিল তাকে। সরকারি আইনজীবীদের তরফে পঞ্জাব প্রদেশ থেকে মামলাটি সরিয়ে লাহৌর থেকে ২০০ কিলোমিটার দূরে গুজরাত  অ্যান্টি-টেরোরিজম কোর্ট (এটিসি)-এ স্থানান্তরের আবেদন জানানো হয়েছে। সেই আবেদনের প্রেক্ষিতেই মামলাটি গুজরানওয়ালা থেকে গুজরাত এটিসিতে স্থানান্তরিত করা হচ্ছে। সেখানেই পরবর্তী শুনানি হবে।


লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদের বিরুদ্ধে ২৩টি এফআইআর দায়ের করেছিল পাকিস্তানের এটিসি। তাতে বলা হয়েছিল, পাঞ্জাব প্রদেশে বিভিন্ন জঙ্গি সংগঠনকে অর্থ সাহায্য করে মদত দিয়েছিল সে। গত ১৩ জুলাই নিষিদ্ধ সংগঠনগুলির প্রায় ১৩ জন নেতার বিরুদ্ধে প্রায় ২৪টি সন্ত্রাসবাদের মামলা দায়ের করা হয়। ১৯৯৭ সালের সন্ত্রাসবিরোধী আইন (অ্যান্টি-টেরোরিজম অ্যাক্ট)-এর আওতায় গ্রেফতার করা হয় সঈদ, নঈব আমির আব্দুল রহমান সহ অন্যান্যদের। পুলওয়ামা হামলার পর থেকে আন্তর্জাতিক মহলে হাফিজ সইদকে গ্রেফতারের জন্য চাপ বাড়ছিল পাকিস্তানের উপর। ইমরান খানের আমেরিকা সফরের আগেই তাকে গ্রেফতার করে পাকিস্তান।