বাংলাদেশে মন্দিরে ফের পুরোহিত খুন
ABP Ananda, web desk | 01 Jul 2016 04:32 AM (IST)
ঢাকা: ফের মুসলিম জঙ্গিদের চাপাতির আঘাতে বাংলাদেশে প্রাণ হারালেন এক হিন্দু পুরোহিত। মৃতের নাম শ্যামানন্দ দাস, বয়স ৪৫। ঝিনাইদহ জেলার একটি মন্দিরে পুজো করতেন তিনি। পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোরে শ্যামানন্দবাবু পুজোর ফুল সাজাচ্ছিলেন। তখন তিন যুবক মোটরবাইকে চড়ে এসে তাঁকে চাপাতি দিয়ে গলা কেটে খুন করে। কারা এই ঘটনা ঘটিয়েছে এখনও পরিষ্কার নয়, এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, শ্যামানন্দবাবু মন্দিরে মন্দিরে ভক্তদের স্বেচ্ছাশ্রম দিয়ে বেড়াতেন, বৃহস্পতিবারই এই মন্দিরে এসেছিলেন তিনি। কোনও সংগঠন খুনের দায় এখনও স্বীকার না করলেও পুলিশ মনে করছে, যেভাবে সাম্প্রতিককালে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন ও মুক্তচিন্তকরা মৌলবাদীদের হাতে খুন হয়েছেন, শ্যামানন্দবাবুর খুনও তারই স্বাক্ষর বহন করছে। গত মাসেও এই ঝিনাইদহে ধানক্ষেতের মধ্যে আনন্দগোপাল গঙ্গোপাধ্যায় নামে ৭০ বছর বয়সি এক হিন্দু পুরোহিত খুন হন।