লন্ডন: সারা বিশ্বে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ যে সংস্থার বিরুদ্ধে, সেই কেমব্রিজ অ্যানালিটিকার লন্ডনের দফতরে বোমাতঙ্ক ছড়াল। বৃহস্পতিবার একটি সন্দেহজনক প্যাকেট পাওয়া যায়। এরপরেই সংশ্লিষ্ট ভবনটি খালি করে দেয় পুলিশ। গোটা অঞ্চল ঘিরে রাখা হয়। তবে শেষপর্যন্ত কোনও বিপদ ঘটেনি।



ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ফাঁস হওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্ষমা চেয়ে নিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ। তিনি আশ্বাস দিয়েছেন, ফেসবুকের তথ্য সুরক্ষিত রাখা এবং মানুষের বিশ্বাস অটুট রাখার জন্য ব্যবস্থা নেওয়া হবে।