বেজিং: সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দু কোটি মানুষ। প্রাণ হারিয়েছেন প্রায় ৮ লক্ষ। চিন থেকেই সারা বিশ্বে ছড়িছিল করোনাভাইরাস। কিন্তু চিনের বেজিংয়েই এবার ছাড় দেওয়া হল। ঘরের বাইরে বেরোলে আর পরতে হবে না মাস্ক। বেজিংয়ে টানা ১৩ দিন নতুন করে করোনা আক্রান্ত হওয়ার খবর মেলেনি। তাই শুক্রবার নিয়ম শিথিল হলো সেখানে।

বছরের শুরুতে চিনেই হানা দেয় মারণ ভাইরাস। উহান শহর থেকে ক্রমে তা গ্রাস করে দেশের রাজধানী বেজিংকেও। লকডাউনে বেজিং জনশূন্য হয়ে পড়েছিল। মাস পাঁচেকের ধাক্কা সামলে ফের ছন্দে ফিরছে শহর তথা দেশটি। বিপদ বিদায় নিয়েছে, ভাবামাত্রই অবশ্য ফের মাঝেমধ্যেই করোনা থাবা বসিয়েছিল চিনের নানা জায়গায়। তাই ঘোরাফেরায় নিয়ন্ত্রণ টানা হয়। কিন্তু জুলাই থেকে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় খুলে দেওয়া হয় সিনেমা হল। পার্টি, মিউজিক ফেস্টিভ্যালে মেতে উঠতে থাকেন মানুষ।তবুও ঝুঁকি এড়াতে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক ছিল।এবার তা শিথিল করা হল।

তবে এত তাড়াতাড়ি মাস্কের অভ্যাস ছাড়তে পারছেন না অনেকেই। তাঁদের মতে, মাস্ক পরলে নিরাপদ বোধ হয়। পাশাপাশি, মাস্ক না পরলে হয়তো ভয় পেতে পারেন কোনও কোনও সহযাত্রী। সে কারণেও মাস্ক খোলার সাহস দেখাতে পারছেন না অনেক নাগরিকরা।

এই নিয়ে দ্বিতীয়বার বেজিংয়ে মাস্কের নিয়ম শিথিল হলো। এপ্রিল মাসের শেষের দিকে চিনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল জানিয়েছিল মাস্ক ছাড়া বেরনো যাবে বাইরে। তারপরেই একটি বাজার থেকে ফের শুরু হয় সংক্রমণ। তাই জুন মাসে ফের মাস্ক আবশ্যিক হয়েছিল। তবে করোনা রুখতে অনেকাংশেই সফল হয়েছে চিন।