সান্টিয়াগো: মাস্ক নেই। সমুদ্রতটে দাঁড়িয়ে সেলফি তুলেছিলেন চিলির প্রেসিডেন্ট। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মোটা অঙ্কের জরিমানা দিতে হল চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরাকে।
চিলিতে মাস্ক পরা নিয়ে খুব কড়াকড়ি। বাড়ির বাইরে বেরোলেই মাস্ক মাস্ট। মাস্ক পরা যেমন বাধ্যতামূলক তেমন নিয়ম ভাঙলে আইনের কড়াকড়িও রয়েছে। জরিমানা, এমনকি জেল পর্যন্ত হতে পারে অভিযুক্তের।
সেই বিধি ভেঙেছেন চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরা। ফলে তাঁকেও আইনের গেরোয় পড়তে হয়েছিল। ডিসেম্বরের গোড়ার দিকের ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল একটি ছবি। দেখা গিয়েছিল এক মহিলার পাশে দাঁড়িয়ে সেলফি তুলছেন প্রেসিডেন্ট। ছবি ভাইরাল হতেই মাস্ক না পরার জন্য গ্যাটের কড়ি গুণেছেন সেবাস্টিয়ান। তিনি অবশ্য পরে এর জন্য ক্ষমাও চেয়ে নিয়েছিলেন। প্রেসিডেন্ট জানিয়েছিলেন, সমুদ্র তীরবর্তী শহর কাচাগুয়া এলাকায় নিজের বাড়ির সামনে সমুদ্রতটে হাঁটছিলেন তিনি। কিন্তু ফাঁকা সমুদ্রতটেও তাকে চিনতে ভুল করেননি এক মহিলা। এরপর ওই মহিলা আবদার জানান প্রেসিডেন্টের সঙ্গে সেলফি তোলার। সেই আবেদন ফেরাতে পারেননি প্রেসিডেন্ট। মহিলার অনুরোধ মানতেই তাঁর পাশে দাঁড়িয়ে সেলফি তুলেছিলেন চিলির প্রেসিডেন্ট। সোনালি রোদে প্রেসিডেন্টের সঙ্গে মহিলার ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। মাস্ক না পরে ছবি তোলার মাশুল দিতে হয়েছে চিলির রাষ্ট্রনায়ককে।
চলতি বছরের মে-জুন মাস থেকে করোনার প্রকোপ দেখা দিয়েছিল চিলিতে। ফের নতুন করে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। মার্চ থেকে এখনও পর্যন্ত চিলিতে আক্রান্ত হয়েছে পাঁচ লক্ষ একাশি হাজার একশো পঁয়তিরিশ জন। মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের।