মেলবোর্ন: রেল লাইন দিয়ে ট্রেন যাচ্ছে, অথচ দেখতে পাওয়া যাচ্ছে না! এমনও কি হয়! হ্যাঁ, এমনটাই হতে চলেছে জাপানে। আগামী দুবছর পর টোকিও-তে চলবে ‘অদৃশ্য ট্রেন’। জাপানের স্থপতি কাজুয়ো সেজিমা এই ট্রেনের নকশা তৈরি করছেন। পরিবেশের সঙ্গে মানানসই ঘরবাড়ি তৈরির জন্য খ্যাতি অর্জন করেছেন সেজিমা।
জানা গেছে, বিশেষ এই ট্রেনের বগিগুলি তৈরি হবে অর্ধ স্বচ্ছ কাচ দিয়ে। ফলে আশেপাশের পরিবেশের সঙ্গে সহজেই মিশে যাবে। এজন্যই ট্রেনটি দ্রুত গতিতে যাওয়ার সময় মনে হবে, যেন তা দেখা যাচ্ছে না। এভাবে বিশেষ ওই বগির ট্রেন দৃষ্টিবিভ্রম তৈরি করবে।
সেইবু গ্রুপ সেজিমাকে এই ট্রেনের নকশা তৈরির দায়িত্ব দিয়েছে। হাই-স্পিড বুলেট ট্রেন তৈরি করে এই গ্রুপ। সংস্থার ১০০ বছর পূর্ত্তি উপলক্ষ্য অদৃশ্য ট্রেন নামানোর পরিকল্পনা করেছে সেইবু গ্রুপ।
ট্রেনটির অন্দরের নকশাও তৈরি করবেন সেজিমা। যাত্রীদের ঘরোয়া অনুভব এনে দেবে ট্রেনটির অন্দর-সজ্জা। আগামী ২০১৮-তে এই ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
এবার জাপানে চলবে ‘অদৃশ্য ট্রেন’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Apr 2016 09:56 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -