গথেনবার্গ, সুইডেন: তৃতীয় ঢেউয়ের (COVID Third Wave) সঙ্গে অতিমারির (COVID-19 Pandemic) সমাপ্তি কি না, তা নিয়ে চলছে জল্পনা। তার মধ্যেই সহজ উপায়ে করোনা পরীক্ষার (COVID Test) উপায় বার করলেন বিজ্ঞানীরা। আরটিপিসিআর পরীক্ষার (RTPCR Test) মাধ্যমে লালারসের নমুনা নয়, শ্বাস-প্রশ্বাস পরীক্ষার মাধ্যমেই (Breath Test)  নোভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করলেন তাঁরা। এতে অল্প সময়ের মধ্যেই রোগী শনাক্ত করা সম্ভব বলে দাবি তাঁদের।


সুইডেনের ইউনিভার্সিটি অফ গথেনবার্গের (University of Gothenburg) গবেষকরা এই অসাধ্য সাধন করেছেন। তাঁরা জানিয়েছেন, শ্বাস-প্রশ্বাসের সময় নির্গত বাতাসের মধ্যে রাইবোনিউক্লারিক অ্যাসিড (RNA)-এর মধ্যে থাকা সূক্ষ্মাতিসূক্ষ্ম কণার মধ্যেই কোভিড-১৯ ভাইরাসের (COVID-19 Update) উপস্থিতি নির্ণয় করা সম্ভব হয়েছে। ‘ইনফ্লুয়েঞ্জা অ্যান্ড আদার রেসপিরেটরি ভাইরাসেস’ নামক জার্নালে নিজেদের গবেষণার কথা উল্লেখ করেছেন তাঁরা।


সুইডেনের বিজ্ঞানীদের দাবি, শ্বাস-প্রশ্বাস চলাকালীন বার কয়েকের চেষ্টাতেই সংক্রমণ নির্ণয় করা সম্ভব হয়েছে। সূক্ষ্ম ড্রপলেটে থেকে পাওয়া গিয়েছে কোভিড-১৯ ভাইরাস। এর ফলে আগামী দিনে কষ্টসাধ্য উপায়ে লালরস সংগ্রহ করে কোভিড পরীক্ষার সমস্যা মিটবে বলে আশাবাদী তাঁরা এবং এতে খরচও বাঁচবে আবার সময়ও বাঁচবে বলে দাবি তাঁদের।


আরও পড়ুন: Coronavirus India Updates: দেশে ফের বাড়ল দৈনিক আক্রান্ত-মৃত্যু, নতুন করে বাড়ছে চিন্তা


২০২০-র শরতেই এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছিল। প্রথমে ১০ জনের মধ্যে এক জনের শ্বাস-প্রশ্বাস থেকে সংক্রমণ নির্ণয় করা গিয়েছিল। পরবর্তী কালে ব্যাপক আকারে পরীক্ষা শুরু হয়। তাতে ২০২১-এর বসন্তেই সার্বিক সাফল্য মিলতে শুরু করে। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস এবং অনেক ক্ষম শ্বাস টেনে ধরে রাখার পর নির্গমণের সময়, দু’ভাবে পরীক্ষা চালানো হয়। আবার কাশির সঙ্গে নির্গত ড্রপলেটস থেকেও কোভিড নির্ণয় করা সম্ভব হয় সহজেই।


এত দিন যাঁদের নিয়ে পরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা, তা্ঁদের মধ্যে বেশির ভাগের মধ্যেই করোনার আলফা রূপের সংক্রমণ পাওয়া গিয়েছে। ওমিক্রনের তুলনায় আলফা ফুসফুসের অনেক গভীরে সংক্রমণ ছড়ায়। তাই করোনার অন্য রূপের ক্ষেত্রেও এই পরীক্ষা কার্যকর বলে দাবি বিজ্ঞানীদের।